আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

উৎসবজেলার খবরবিনোদন

মছলন্দপুর ইমন মাইম সেন্টার”-এর রাখিবন্ধন উৎসব

নীরেশ ভৌমিক :- প্রতিবছরের মতো এ বছরও উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মছলন্দপুর ইমন মাইম সেন্টার এর বন্ধুরা পালন করল রাখি বন্ধন উৎসব।

গত ৯ আগস্ট ২০২৫ শনিবার মছলন্দপুরের পদাতিক মঞ্চে ইমনের বন্ধুরা একত্রিত হয়ে একে অপরের হাতে এবং পথ চলতি মানুষদের হাতে সম্প্রীতির বন্ধনের চিহ্নস্বরূপ রাখি পরিয়ে দেন।

ইমনের বন্ধুরা রাখি শুধু মাত্র ভাই-বোনের ভালবাসার বন্ধনের উৎসব নয়; বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বধর্ম সমন্বয়ের ও ধর্মীয় সম্প্রীতির বন্ধনের উৎসব হিসাবে পালন করে থাকে।

এদিন অনুষ্ঠানে ইমনের একঝাঁক ছোট্ট বন্ধুদের সঙ্গে সঙ্গে উপস্থিত ছিলেন ইমনের পরিচালক ধীরাজ হাওলাদার, সম্পাদক জয়ন্ত সাহা, অনুপ মল্লিক, সৃজা হাওলাদার সহ আরো অনেক ইমনের বন্ধুরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *