আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবজেলার খবর

১৩ তম রাখি বন্ধন উৎসব উদযাপন করল গোবরডাঙা মৃদঙ্গম


নীরেশ ভৌমিক :- প্রতিবছরের মতন এই বছরও গোবরডাঙা মৃদঙ্গম রাখি বন্ধন উৎসব পালন করেছে, গোবরডাঙা বাজার কর কেবিন মোড়ে, ৯ আগস্ট ২০২৫। এই বছর গোবরডাঙা মৃদঙ্গমের রাখি বন্ধন উৎসব ১৩ বছরে পরলো।

সকাল ৮ থেকে ১১ টা পর্যন্ত তাদের এই উৎসব অনুষ্ঠিত হয়েছে ,কবিতা গান এবং বক্তব্যের মধ্য দিয়ে। এই ‘রাখি বন্ধন’ বা ‘রক্সা বন্ধন’ ভারতবর্ষের একটি বিশেষ উৎসব হিসেবে যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে ।

এই উৎসব শুধুমাত্র এক ভাই ও বোনের মধ্যেই নয়; মানুষের সঙ্গে মানুষের, এক জাতির সঙ্গে অন্য জাতির, এক ধর্মের সঙ্গে অন্য ধর্মের, এক ভাষার সঙ্গে অন্য আর এক ভাষার বন্ধনের উৎসব, মিলনের উৎসব, একাত্বতার উৎসব ।

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে ১৯০৫ এর ১৬ই আগস্ট ‘রাখি বন্ধন’ উৎসব হয়ে উঠেছিল হিন্দু-মুসলিমের, এক-সম্প্রীতির উৎসব । রবীন্দ্রনাথ ঠাকুর যে সৌভ্রাতৃত্বের সূচনা করেছিলেন রাখি বন্ধন এর মধ্য দিয়ে সেই ধারা আজও চলছে।

এই ‘রাখি বন্ধন’ উৎসব পালনের মধ্যে দিয়ে, দেশ, কাল, ধর্ম, জাতি এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে, মৃদঙ্গম মানবতাকে সর্বদা রক্ষা করার চেষ্টা করে চলেছে। মৃদঙ্গমের রাখি বন্ধনের এই উৎসবে উপস্থিত ছিলেন গোবরডাঙা পৌরসভার পৌরপিতা শ্রী শঙ্কর দত্ত মহাশয়।

সাথে ছিলেন গোবরডাঙার প্রশাসনিক আধিকারিক শ্রীমতী পিঙ্কি ঘোষ মহাশয়া।উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক পাঁচু গোপাল হাজরা মহাশয় প্রায় ২০০০ পথচারী দের হাতে রাখি বাঁধা হয়।

গোবরডাঙা মৃদঙ্গম এর পক্ষ থেকে সংস্থার সম্পাদক সৌমিতা দত্ত বনিক সকল অতিথিদের বরণ করে নেন। এই সমগ্র অনুষ্ঠানটি সুন্দর এবং সাফল্যের সাথে সম্পূর্ণ হয়েছে। আগামিদিনেও এই ধরনের অনুষ্টান আরও বেশি করে করবেন বলে এই অঙ্গীকার বদ্ধ হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *