আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবজেলার খবর

শ্রীনগর হাবড়া নাট্য মিলন গোষ্ঠীর ৭৯তম স্বাধীনতা দিবস পালন

নীরেশ ভৌমিক :- শ্রীনগর হাবড়া নাট্য মিলন গোষ্ঠী ভারত সরকারের আর্থিক সহায়তায় সম্পন্ন করে ৭৯তম স্বাধীনতা দিবস পালনের কাজ। সকাল থেকে শুরু হয় হয় ঘর তিরঙ্গা প্রজেক্টের কাজ। চলে সকাল দশটা পর্যন্ত। অংশ গ্রহণ করে দলের সদস্যরা। এরপর পতাকা উত্তোলন করেন সংস্থার কর্ণধার দিলীপ ঘোষ।

৭৯তম স্বাধীনতা দিবস সম্পর্কে ভাষণ দেন দিলীপ ঘোষ, মাধুরী ঘোষ এবং সুব্রত দাস। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে মিঠু রায় ও মুন্নি বিশ্বাস। আবৃত্তি করেন দিলীপবাবু নিজে। সবশেষে দলের হিন্দি প্রযোজনা “রনভূমি” (দেশাত্মবোধক)নাটকের নাট্যাংশ পরিবেশিত হয়।

নাট্যাংশে অভিনয় করেছেন দিলীপ ঘোষ, মাধুরী ঘোষ, সুব্রত দাস, বিউটি সর্দার এবং মিঠু রায়,আবহ সঙ্গীতে বাপী দাস।শব্দ সংযোজন করেছে মলয় বিশ্বাস। এরপর জাতীয় সংগীত পরিবেশন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাধুরী ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *