আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবজেলার খবর

দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে পালিত হল ১৯ তম স্যালুট ডে

নীরেশ ভৌমিক :- ১৫ই আগস্ট শুক্রবার দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে তাদের ১৯ তম স্যালুট ডে পালিত হলো ‘দৃষ্টির’ নিজস্ব শিল্প চর্চা কেন্দ্র শিল্পশালায়। পশ্চিমবঙ্গের মফস্বল অঞ্চলের গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় নাট্যদল গুলির মধ্যে দত্তপুকুর দৃষ্টির নাম প্রায় সর্বজনবিদিত।

এই ‘দৃষ্টি’র উদ্যোগেই দত্তপুকুরে ২০০৭ সালের ১৫ ই আগস্ট প্রথম নাট্যচর্চার মাধ্যমে স্বাধীনতা দিবস পালনের এই অভিনব প্রচেষ্টা শুরু হয়। এবছর ঠিক সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়, এরপর ঠিক সন্ধ্যা ৬:৩০ টায় এদিনের সান্ধ্যকালীন অনুষ্ঠানের সূচনা হয়।

এদিন প্রথম মঞ্চস্থ হয় দত্তপুকুর দৃষ্টি প্রযোজিত নাটক – মৎসমুখ , নাট্যকার- সাত্যকি ভট্টাচার্য্য, সামগ্রিক ভাবনা ও নিদের্শনা- বুদ্ধদেব ভট্টাচার্য্য, দত্তপুকুর দৃষ্টি প্রযোজিত এই নাটকটি প্রথম মঞ্চস্থ হয় ১৯৯৫ সালে ।

এরপর মঞ্চস্থ হয়এদিনের দ্বিতীয় তথা শেষ নাটক – আশ্রম পীড়া, রচনা – রবীন্দ্রনাথ ঠাকুর, অংশগ্রহণে – জয় বিশ্বাস, অভীক মজুমদার, চন্দ্রদীপ দাস, সৈকত ভট্টাচার্য্য ও তিয়াস মিরবহর, আবহ প্রক্ষেপণ – ঐশী ভট্টাচার্য্য, প্রযোজনা – দত্তপুকুর দৃষ্টি।

আনুমানিক প্রায় ১০০ জন দর্শকের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠানটি একটি অন্য মাত্রা পায় এবং উপস্থিত সকলেই বর্তমান সমাজের প্রেক্ষাপটে “দৃষ্টি” র এই নিরবচ্ছিন্ন সংস্কৃতি চর্চাকে অভিনন্দন জানায়।

সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে যে অনুষ্ঠানের সূচনা হয় তার সমাপ্তি হয় অনুষ্ঠানে উপস্থিত সকলকে নিয়ে এক নৈশভোজের মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *