স্বাধীনতা দিবসে প্রাক্তন সৈনিক সংবর্ধনা ঢাকুরিয়া সবুজ সংঘের

নীরেশ ভৌমিক :- ১৫ ই আগস্ট ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস মহাসমারোহে উদযাপন করে চাঁদপাড়ার ঢাকুরিয়া সবুজ সংঘের সদস্যরা।এদিন সকালে ক্লাব অঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনভর নানা অনুষ্ঠানের সূচনা হয়।

অপরান্থেআয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মহানির্বান মঠের সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবি উত্তম পান্ডার ব্যবস্থাপনায় মঠ প্রদত্ত স্কুল ব্যাগ স্বাধীনতা দিবসের উপহার স্বরূপ এলেকার বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের হাতে তুলে দেওয় হয়।

সবুজ সংঘের পরিচালন কমেটির পক্ষ থেকে এদিন বিশিষ্ট সমাজকর্মী উত্তম পান্ডাকে ক্লাবের আজীবন সদস্যপদ প্রদান করে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা ও সংর্বধনা জ্ঞাপন করা হয় প্রাক্তন সৈনিক সংগঠনের সদস্য চাঁদপাড়া শাখার বেশ কয়েকজন সমর কর্মীকে।

সংগঠনের পক্ষ থেকে উদ্যোক্তাদের এই উদ্যোগকে সাদুবাদ জানিয়ে সৈনিকদের লড়াই-সংগ্ৰাম ও দেশ সেবার উপর আলোকপাত করে,বক্তব্য রাখেন প্রাক্তন সৈনিক গনেশ মজুমদার ও বীরেন্দ্র নাথ মজুমদার।

ছিলেন এক্স আর্মি সমীর চক্রবর্তী, সিদ্ধার্থ বিশ্বাস ও হাবিলদার বিজয় কুমার শীল প্রমুখ। অন্যান্য বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য সাধন বিশ্বাস,ইতা লোধ।ছিলেন সংস্কৃতি প্রেমী উত্তম লোধ ,অমর মজুমদার সহো আরোও অনেকে।

ক্লাব সভাপতি রামশংকর রায় ও সম্পাদক কমল সরকার সকলকে স্বাগত জানান। বিশিষ্টজনরা সকলেই সবুজ সংঘের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কচিকাঁচাদের সংগীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন করে।

স্কুল ছাত্র আকাশ সরকারের কন্ঠে দেশাত্মবোধক সংগীত,বর্ষা চক্রবর্তীর বক্তব্য ও স্কুল ছাত্রীদের সমবেতনৃত্যের অনুষ্ঠান উপস্থিত সকলের প্রশংসা লাভ করে।









