খেলা হবে দিবসে গাইঘাটা ব্লকে সাড়ম্বরে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট

নীরেশ ভৌমিক :- পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাজ্যের খেলাধূলার সার্বিককল্যাণের লক্ষ্যে বিগত বছর গুলির মতোএবারও গত ১৬ ই আগস্ট গাইঘাটা ব্লকে মহাসমারোহে অনুষ্ঠিত হলো খেলা হবে দিবস উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্ট।

গাইঘাটা ব্লকের ঢাকুরিয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্ট চারটি ফুটবল টিম অংশনেয়। টিমগুলি হলো ঠাকুরনগর কোচিং সেন্টার, চাঁদপাড়া আর এফ এ কোচিং সেন্টার, গাইঘাটা পঞ্চায়েত সমিতি একাদশ ও গাইঘাটা ব্লক একাদশ। ফুটবলে কিক্ করে খেলার সূচনা করেন সভাপতি ইলা বাকচি।

ঠাকুরনগর কোচিং সেন্টার, আর এফ এ টিমকে ২_০ গোলে পরাস্ত করে সেরার শিরোপা অর্জন করে। খেলা পরিচালনায় ছিলেন অলক রায় ও কানু পর্বত।খেলাশেষে টুর্নামেন্টের বিজয়ি ও বিজিত দলের অধিনায়কগণের হাতে সুদৃশ্য ট্রপি তুলে দিয়ে শুভেচ্ছা জানান উদ্যোক্তারা।

পঞ্চায়েত সমিতির শিক্ষা ও ক্রিড়া কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ জানান,একাই দুটি গোল করে দলকে জেতানোর কারিগর ঠাকুরনগর কোচিং সেন্টার টিমের ফরোয়ার্ড অপণ পালকে ম্যান অফ দ্য ম্যাচের সন্মান ও পুরস্কারে ভৃষিত করা হয়।

এদিনের খেলায় বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ক্রীড়াপ্রেমী ইলা বাকচি। গাইঘাটার বিডিও ফুটবল প্রেমী নীলাদ্রি সরকার,নবাগত জয়েন্ট বিডিও ময়ূখ ব্যানাজী।

ব্লকের নবাগত যুব কল্যাণ অধিকারিক প্রদ্যুৎ কুমার বৈরাগী, জেলা পরিষদ সদস্য অভিজিৎ বিশ্বাস গাইঘাটার বি এম, ও এইচ ডাঃ সুজন গাইন, গাইঘাটা জোনাল স্পোর্টস এ্য্যসোসিয়েশনের সম্পাদক মণিভূষণ দাস সহ,সভাপতি সমীরন সানা শিক্ষিকা নন্দিতা রায় প্রমুখ।

এই দিনের এই ফুটবল টুর্নামেন্টকে ঘিরে উদ্যোক্তা, খেলোয়ার ও উপস্থিত সকল কর্মীগনের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।









