গোবরডাঙ্গা রূপান্তরের রাখী বন্ধন উৎসব ও স্বাধীনতা দিবস পালন

নীরেশ ভৌমিক : রাখীবন্ধন উৎসব৯ই আগস্ট ২০২৫, গোবরডাঙ্গা রূপান্তরের প্রাঙ্গণে আয়োজন করা হয় রাখীবন্ধন উৎসব।অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল—“আসুন, ভালোবাসায় বাঁধা থাকি”সংগঠনের শিল্পী, সদস্য ও স্থানীয় মানুষ একত্রিত হয়ে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনকে নতুন করে স্মরণ করেন।

রাখীবন্ধনের ঐতিহ্যকে কেন্দ্র করে গান, আবৃত্তি ও আলোচনার মধ্য দিয়ে উৎসব সম্পন্ন হয়। ১৫ই আগস্ট ২০২৫ : স্বাধীনতা দিবস উদযাপন১৫ই আগস্ট ২০২৫, শুক্রবার, সকাল ৯টায় রূপান্তর রিহার্সাল রুম প্রাঙ্গণে

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের সঙ্গে পালিত হলো ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস।“Har Ghar Tiranga” কর্মসূচিতে অংশগ্রহণ ছিল এদিনের বিশেষ আকর্ষণ।

জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি স্বাধীনতার তাৎপর্য নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য, শিল্পী ও স্থানীয় মানুষ।

৯ই আগস্ট ও ১৫ই আগস্টের এই দুই দিন গোবরডাঙ্গা রূপান্তরের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ করেছে। রাখীবন্ধনের বন্ধন এবং স্বাধীনতার অঙ্গীকার—দুটি অনুষ্ঠানই মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও দেশপ্রেমের চেতনাকে জাগ্রত করেছে।









