বানীপুর সুন্দরম এর বার্ষিক উৎসব

সংবাদদাতা : জেলার অন্যতম নৃত্য শিক্ষার প্রতিষ্ঠান বানীপুর সুন্দরম এর বার্ষিক উৎসব ও নৃত্যানুষ্ঠান সম্পন্ন হল গত ২৪ আগস্ট অশোকনগরের শহীদ সদন অনুষ্ঠান গৃহে।

এদিন সন্ধ্যায় সুসজ্জিত আলোকজ্বল মঞ্চে সংস্থার এক ঝাঁক নৃত্য শিল্পীর পরিবেশনায় মঞ্চস্থ হয় মহিষাসুরমর্দিনী। অসুর ও দূর্গাসহ সকল শিল্পীগণের নৃত্যশৈলী সমবেত দর্শক মন্ডলীকে মুগ্ধ করে।

উদ্বোধনী নৃত্যানুষ্ঠান শেষে বিশিষ্ট যন্ত্রশিল্পী চন্দ্রচূড় ভট্টাচার্য, বিশ্বজিৎ পাল, দেবমাল্য দাশগুপ্ত, অর্ণব হালদার ও জয়দীপ সিনহা এবং অশোকনগর পৌরসভার স্থানীয় কাউন্সিলর তারক দাস ও প্রবীণ সাংবাদিক নীরেশ চন্দ্র

ভৌমিককে স্বাগত জানান সংস্থার প্রাণপুরুষ বিশিষ্ট নৃত্য প্রশিক্ষক সুজিত কর্মকার। সদস্যগণ সকলকে উত্তরীয়, গাছের চারা ও স্মারক উপহারে বরণ করে নেন।

বিশিষ্ট সেতার শিল্পী চন্দ্রচূড় ভট্টাচার্য তাঁর বক্তব্যে এতদঞ্চলের নৃত্যচর্চা ও প্রসারে বানীপুর সুন্দরম তথা তার শিক্ষাগুরু সুজিতবাবুর প্রয়াসকে সাধুবাদ জানান।

সুসজ্জিত মঞ্চে প্রখ্যাত ছড়াকার সুকুমার রায়ের বিভিন্ন ছড়া ও কবিতা অবলম্বনে সংস্থার কচি-কাঁচাদের অনুষ্ঠান এবং বাবুরাম সাপুড়ে সহ বিভিন্ন চরিত্রে নিতাই সাধুর অভিনয় দর্শকদের মন জয় করে।

এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ স্বনাম খ্যাতা নৃত্যশিল্পী তারাইনার কত্থক নৃত্যের অনুষ্ঠান হলভটি দর্শক সাধারণের উচ্ছ্বসিত প্রশংসা লাভ করে।

অর্ণব হালদার, তুহিন চ্যাটার্জী ও সংগীতা আইচ ভৌমিকের মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান প্রশংসার দাবি রাখে। বিশিষ্ট সঞ্চালক স্নেহাশিস পালের সুচারু পরিচালনায় সুন্দরম আয়োজিত এদিনের সমগ্র অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।










