আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

জেলার খবরপ্রতিবাদ মিছিলরাজনৈতিক দলের খবর।

বাংলাভাষীদের উপর নির্যাতনের প্রতিবাদে আইএনটিটিইউসির সভা ও মিছিল চাঁদপাড়ায়

নীরেশ ভৌমিক : দেশের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষা ও বাংলাভাষীদের উপর নির্যাতনের প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সারা রাজ্যের সাথে গাইঘাটা ব্লকেও পথে নামে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীগণ।

গত ২৪ আগস্ট তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র উদ্যোগে চাঁদপাড়ায় প্রতিবাদ সভা ও মিছিল হয়। তৃণমূল কংগ্রেসের গাইঘাটা ব্লক কমিটির সভাপতি শিক্ষক শ্যামল বিশ্বাস ও দলের শ্রমিক সংগঠন

আইএনটিটিইউসির ব্লক সভাপতি সমীর হাজরার আহ্বানে শ্রমিক সংগঠনের সদস্য, ভ্যান, টোটো, অটো চালক ও রেল হকার সহ দলের নেতা কর্মীগণ এদিনের কর্মসূচীতে যোগ দেন।

এদিন অপরাহ্ণে চাঁদপাড়া স্টেশন সংলগ্ন শালবাগান অঙ্গনে এক জমায়েতে বাংলা ভাষা ও বাংলাভাষী মানুষ ও পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের প্রতিবাদে কেন্দ্র সরকার ও বিভিন্ন রাজ্যের বিজেপি সরকারের পুলিশের

অমানবিক কার্যকলাপের প্রতিবাদ জানিয়ে জোরালো বক্তব্য রাখেন সংগঠনের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি নারায়ণ ঘোষ (নান্টু), মহিলা সংগঠনের সভানেত্রী ইলা বাকচি, জেলা পরিষদ সদস্য অভিজিৎ বিশ্বাস,

শিপ্রা বিশ্বাস, যুব সভাপতি সভ্যসাচী ভট্ট ও ব্লক সভাপতি শ্যামল বিশ্বাস প্রমুখ নেতৃবৃন্দ। দলনেতা বাপী হাজরা ও গোলক ভট্টাচার্যের পরিচালনায় সভা শেষে এক বর্ণময় মিছিল চাঁদপাড়া স্টেশন রোড ধরে

চাঁদপাড়া বাজার হয়ে দলের কার্যালয়ে গিয়ে শেষ হয়। দলীয় পতাকা, ফ্লেক্স, ফেস্টুন ও রঙ-বেরঙের বেলুনে ও স্লোগানে বিশাল মিছিল এলাকায় বেশ সাড়া ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *