যোগাসনের চ্যাম্পিয়ন ট্রপি জিতল চাঁদপাড়ার অঙ্কিতা

নীরেশ ভৌমিক : বনগাঁর কুন্তল ফিট যোগ সেন্টারের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয় যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ- ২০২৫ প্রতিযোগিতা। বনগাঁর বাবুল স্মৃতি ব্যায়ামগার এর কক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগিরা অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় চাঁদপাড়া স্টেশন এলাকার বাসিন্দা ও চাঁদপাড়া বালিকা বিদ্যালয়ের ছাত্রী অঙ্কিতা অনূর্ধ্ব ১৭ বৎসর বয়সের গ্রুপে প্রথম স্থান অধিকার করে আকর্ষণীয় পুরস্কার ট্রপি লাভ করে।

শুধু তাই নয় সমগ্র প্রতিযোগিতায় পুরুষ ও মহিলাদের মধ্যে অঙ্কিতা ‘সেরার-সেরা’ সাফল্য অর্জন করে সুদৃশ্য চ্যাম্পিয়নশিপ ট্রপি লাভ করে।প্রতিযোগিতায় সাফল্যের স্বীকৃতি স্বরূপ একই সাথে দু’টি আকর্ষণীয় ট্রপি অর্জন করায় অতিশয় খুশি অঙ্কিতার পিতা-মাতা,

আত্মীয়-পরিজন সহ তার স্কুলের সহপাঠী এবং শিক্ষিকা’গণও। সকলেই ছোট্ট অঙ্কিতার ভবিষ্যৎ জীবনের আরও সাফল্য কামনা করেন। অঙ্কিতার পিতা অমিও বাবু জানান, অঙ্কিতা ছোটবেলা থেকেই যোগাসন চর্চা করে আসছে।

ইতিমধ্যে বেশ কয়েকটি পুরস্কারও লাভ করেছে। ছোটবেলা থেকেই ওর মা এর কাছে এবং বর্তমানে স্থানীয় চাঁদপাড়া বাণী বিদ্যাবিথী স্কুলের ক্রীড়া শিক্ষক প্রসেনজিৎ দত্তের নিকট যোগাসন চর্চা করে চলেছে।

জেলা ও রাজ্য স্তরের প্রতিযোগিতাতেও অঙ্কিতা ইতিমধ্যেই অংশগ্রহণ ও সাফল্য লাভ করেছে বলে অমিয়বাবু আরোও জানান।









