আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবজেলার খবরপ্রতিভার সন্ধানেবিনোদন

সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের আয়োজনে সূচনা হল গৌড়ীয় নৃত্যের কর্মশালার

নীরেশ ভৌমিক : ২৭শে আগষ্ট গনেশ চতুর্থীর পুণ্য লগ্নে সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের আয়োজনে সংগঠনের উত্তর ২৪ পরগনা জেলার ব্যবস্থাপনায় দ্বি-দিবসীয় গৌড়ীয় নৃত্যের কর্মশালার সূচনা হল গোবরডাঙা বাবুপাড়া স্থিত সৃজনী নৃত্যাঙ্গনে।গৌড়ীয় নৃত্য ধারা হল বাংলা তথা ভারতের অন্যতম প্রাচীন নৃত্য শৈলী।

দু’হাজার বছরের প্রাচীন এই নৃত্য ধারার উল্লেখ আমরা ভরতমুনির নাট্য শাস্ত্রে পাই।বাংলার বিভিন্ন মন্দির গাত্রে আমরা এই নৃত্য ধারার ভাস্কর্য দেখতে পাই।ডঃ মহুয়া মুখোপাধ্যায় এই নৃত্য ধারার নবজাগরণ ঘটিয়েছেন।এই কর্মশালার সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছে ওনাকে প্রশিক্ষক রুপে পেয়ে।

সাথে সুযোগ্য সঙ্গত করেছেন এই নৃত্য ধারার সঙ্গীত গবেষক পন্ডিত অমিতাভ মুখোপাধ্যায় ও তার বরিষ্ঠ ছাত্র-ছাত্রীরা।উপস্থিত ছিলেন সংস্কার ভারতীর সহ সম্পাদক অমিত দে মহাশয়।সংস্কার ভারতী দীর্ঘ দিন ধরেই ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য কে নতুন প্রজন্মের মধ্যে সঞ্চারিত করার কাজ করে চলেছে।

সেই উদ্দেশ্যেই এই কর্মশালার আয়োজন করা। সর্বভারতীয় ভাব সঙ্গীতের মাধ্যমে কর্মশালার সূচনা হয়।নটরাজের সামনে অতিথি কর্তৃক প্রদীপ প্রজ্জ্বলন করা হয় দীপ মন্ত্র সহযোগে।এরপর ৪৯ জন অংশগ্রহণ কারী কে নিয়ে বেলা ৪টে অবধি কর্মশালা চলে প্রথম দিন।

২য় দিন ও কর্মশালার প্রশিক্ষন চলার পর শেষলগ্নে অংশগ্রহণ কারী গন গৌড়ীয় নৃত্যের প্রদর্শন করে সর্বসমক্ষে।এরপর ভারত সরকার প্রদত্ত শংসাপত্র সকলের হাতে তুলে দেওয়া হয়।শান্তি মন্ত্রের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা‌ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *