বাগদা ব্লকের অসংখ্য ভূমিহীন গরীবদের মধ্যে জমির পাট্টা বিতরন করলো বাগদা পঞ্চায়েত সমিতি
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদা ব্লকের অসংখ্য ভূমিহীন গরীবদের মধ্যে জমির পাট্টা বিতরন শিবিরের আয়োজন করলো বাগদা পঞ্চায়েত সমিতি। জানা গেছে, ব্লকের মধ্যে অপেক্ষাকৃত গরীব ও উপজাতিদের তালিকা প্রস্তুত করে সেই সব গরীবদের মধ্যে বিতরনের উপযুক্ত ২৪টা পাট্টা তৈরী হলেও এদিন বাগদা বিড়িও অফিসের মিটিং হলে উপস্থিত ১৮জন গরীব ও উপজাতি সম্প্রদায়ের মধ্যে এই পাট্টা গুলি বিতরন করা হয়।
মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জীর অনুপ্রেরনায় বাগদা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধক্ষ্য অরুপ পাল আয়োজিত এই আনুষ্ঠানিক পাট্টা বিতরন অনুষ্ঠানে তৃনমুল কংগ্রেসের বিশিষ্ঠ নেত্রবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়, সহঃসভাপতি তরুন ঘোষ, বন ও ভূমি কর্মাধক্ষ্য অরুপ পাল, পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য ও সদস্য সদস্যাগন যথাক্রমে
শম্পা অধিকারী, সাধন বাগচী, রাজা রামমোহন সর্দার, প্রতিমা রায়, প্রতিমা বিশ্বাস, দীলিপ সিংহ রায়, বাগদা পূর্ব ব্লক তৃনমুল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের সদস্য পরিতোষ কুমার সাহা, জেলা পরিষদের সদস্যা অর্চ্চনা বোস, তৃনমুল কংগ্রেস নেতা ইব্রাহিম মন্ডল, আনারুল দফাদার ও বাগদার বি.এল.আর.ও রক্তিম ঘোষ প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথি ও নেত্রবৃন্দেরকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধিত করা হয়। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন, বাগদা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধক্ষ্য অরুপ পাল।