সাড়ম্বরে অনুষ্ঠিত চাঁদপাড়ায় এবিভিপির শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : রাজার সম্মানের থেকেও একজন শিক্ষকের সম্মানকে যিনি বড় মনে করতেন সেই আদর্শ শিক্ষক প্রথিতযশা দার্শনিক এবং স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ এর ১৩৮ তম জন্মদিন (জাতীয় শিক্ষক দিবস) যথাযজ্ঞ মর্যাদা সহকারে পালন করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর চাঁদপাড়া শাখার সদস্যগণ।

এদিন সন্ধ্যায় চাঁদপাড়া বাজারের মঙ্গলদীপ অনুষ্ঠান গৃহে মঙ্গলদীপ প্রোজ্জ্বলন ও দেবী সরস্বতী, স্বামী বিবেকানন্দ ও জাতীয় শিক্ষক ডঃ রাধাকৃষ্ণাণ এর প্রতিকৃতিতে ফুল ও মালা অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আয়োজিত শিক্ষক দিবস উদযাপনের অনুষ্ঠানের সূচনা হয়।

এবিভিপি আয়োজিত এদিনের শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপক মজুমদার, শিক্ষক নেতা পার্থ বিশ্বাস, মনোতোষ মজুমদার, কৃষ্ণ গোপাল মন্ডল, ছিলেন স্থানীয় বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার,

বিশিষ্ট সমাজকর্মী প্রবীর রায়, গৌতম চক্রবর্তী, সুভাষ সাহা ও সংগঠনের জেলা নেতৃত্ব মিলটন সরকার প্রমুখ। ছাত্রনেতা ও অন্যতম সংগঠক অঙ্কন দাস উপস্থিত সকলকে স্বাগত জানান।

বিশিষ্ট শিক্ষক ও শিক্ষাব্রতী’গণ তাঁদের বক্তব্যে আদর্শ শিক্ষক ও বিশিষ্ট দার্শনিক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ এর জীবন, কর্ম আদর্শ এবং তাঁর পাণ্ডিত্য ইত্যাদির উপর আলোকপাত করে মনোজ্ঞ ভাষণ দেন।

অনুষ্ঠানে স্থানীয় সুরবানী সংগীত শিক্ষালয়ের শিক্ষার্থীগণ পরিবেশিত সংগীতানুষ্ঠান সমবেত সকলকে মুগ্ধ করে। বিশিষ্ট শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে এবিভিপি চাঁদপাড়া নগর ইউনিট আয়োজিত এদিনের শিক্ষক দিবসের অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।










