বারাসতের দেগঙ্গা ব্লকের রায়পুর গ্রামে ইফকোর কৃষক সভা অনুষ্ঠিত

নীরেশ ভৌমিক : স্বাধীন ভারতের প্রথম সার প্রস্তুতকারী সংস্থা ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ সোসাইটি লিঃ (ইফকো) এর ব্যবস্থাপনায় এক কৃষ্ণক সভা অনুষ্ঠিত হয় গত ১২ সেপ্টেম্বর।

উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা ব্লকের অনুষ্ঠিত এদিনের কৃষি আলোচনা চক্রে ৪৮ জন কৃষিজীবী মানুষ উপস্থিত হন।সভায় উপস্থিত ছিলেন, ইফকোর জেলার ক্ষেত্র প্রবন্ধক মিঃ রীতেশ ঝা।

বিশিষ্ট কৃষি ও সার বিশেষজ্ঞ মিঃ ঝা এদিন সমবেত কৃষকদের সামনে ইফকোর যুগান্তকারী আবিষ্কার ন্যানো ইউরিয়া ও ন্যানো-ডিএপি (তরল) সারের গুনাগুন এবং জমি ও ফসলে এই সারের সার প্রয়োগের পদ্ধতি বিশদে আলোচনা করেন।

সেই সঙ্গে ইফকোর সাগরিকা, প্রাকৃতিক পটাশ, বায়োফার্টিলাইজার ও বিভিন্ন কীট-নাশকের ব্যবহারের বিষয়টি সবিস্তারে ব্যক্ত করেন। এদিনের কৃষক সভায় উপস্থিত কৃষিজীবী মানুষজনের মধ্যে সভাকে ঘিরে, বেশ উৎসাহ ও আগ্রহ পরিলক্ষিত হয়।










