এক অনাবিল আনন্দের সাগরে ভাষতে খুঁটি পূঁজোর মধ্য দিয়ে শুভ সূচনা হল বাগদার কোলা গ্রামের দুর্গাপুজোর

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার তারক বিশ্বাস, কোলা : খুঁটি পূঁজোর মধ্য দিয়ে সম্প্রতি শুভ সূচনা হল বাগদার কোলা গ্রামের দূর্গা পূজার। কয়েক বছর আগেও এই গ্রামের মাটিতে দুর্গাপুজো তথা মাতৃ শক্তির আরাধনাটা হতো না। সন্ধি পূজা থেকে শুরু করে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী ও বিজয়ার সিঁদুর খেলা থেকে বঞ্চিত থাকতো এই কোলা গ্রামের শিশু ও মা-বোনেরা। বৃদ্ধ থেকে বাচ্চারা, ঠাকুর দেখতে চলে যেত বাগদা, হেলেঞ্চা, বনগাঁতে। এলাকাবাসীর এই কষ্টের কথা ভেবে কয়েক বছর আগে থেকে শুরু হয় এই গ্রামে দূর্গা পুজো।

উদ্যোক্তা ছিলেন, কোলা নবোদয় সংঘ সমিতির তপন ঘোষ, বিদ্যুৎ মল্লিক, বাবু কর্মকার, বাসুদেব বিশ্বাস,রিপন সরকার, দিপু ঘোষ, সাধন সরকার ,সুরজিৎ সরকার, ডলি গোলদার সহ গ্রামের নিম্ন আয়ের চাষী শ্রেনীর লোকজন। গ্রামটিতে বেশির ভাগ মানুষই চাষী, এবছর ভালো ফসল হয়নি মাঠে ধানের জমি রোদে পুড়ে ফেটে চৌচির হয়ে গেছে, পাট রোদে পুড়ে গেছে মাঠে কোথাও একটুও জল নেই খাল বিল সব শুকিয়ে গেছে, ফলে পুজো কমিটি একটু চাপে আছেন। তারপরও পূজোর ক’দিন নাচ গান সহ শান্তিপুর্ন ভাবে বিভিন্ন প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য কোলা নবোদয় সংঘের পুজো দেখতে আসে দূর দূরান্তের গ্রাম জিৎপুর ,কাশিপুর , ঝিকড়ে ও কুলবাড়িয়া সহ আশপাশের অসংখ্য গ্রামের মানুষ। পুজোর কটা দিন গ্রামের মানুষ গুলো সকল ভেদাভেদ ভূলে ডুবে থাকে যেন এক অনাবিল আনন্দের সাগরে।








