আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

জেলার খবরসভা ও সমাবেশ

গাইঘাটার গাজনা কিশলয় তরুণ তীর্থে শিক্ষক দিবস পালন

নীরেশ ভৌমিক: গত ৫ সেপ্টেম্বর মহান দার্শনিক ও আদর্শ শিক্ষক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ এর ১৩৮ তম জন্মজয়ন্তী মহাসমারোহে পালন করেন গাইঘাটার গাজনা কিশলয় তরুণ তীর্থের শিক্ষক ও কচি-কাঁচা পড়ুয়াগণ।

শুরুতেই ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি ও জাতীয় শিক্ষক ডঃ রাধাকৃষ্ণাণ এর প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা জানান স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীগণ। উপস্থিত ছিলেন পড়ুয়াদের অভিভাবকগণও।

পড়ুয়াদের হাতে আকর্ষণীয় উপহার তুলে দেওয়া হয়। ডঃ কৃষ্ণাণ এর জীবন, কর্ম ও আদর্শের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ।

কচি-কাঁচা পড়ুয়াগণ পরিবেশিত সংগীত, নৃত্য ও আবৃত্তির অনুষ্ঠানে কিশলয় তরুণ তীর্থ আয়োজিত এদিনের শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *