আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবজেলার খবরসাহিত্য ও সংস্কৃতি।

গোবরডাঙ্গার খাঁটুরা হাই স্কুলের ১৭০ বৎসরের ইতিবৃত্ত গ্রন্থ প্রকাশ

নীরেশ ভৌমিক : এতদঞ্চলের ঐতিহ্যবাহী ও শিক্ষা জগতের মাইলস্টোন গোবরডাঙ্গার খাঁটুরা হাই স্কুলের পথ চলার ১৭০ বছরের ইতিহাস সম্বলিত গ্রন্থ প্রকাশিত হল গত ৫ সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবসের পুণ্যদিনে।

এদিন অপরাহ্নে খাঁটুরা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে পৌরহিত্য করেন বিদ্যালয় পরিচালক সমিতির সভাপতি ও গোবরডাঙ্গা পৌরসভার পৌর প্রধান শঙ্কর দত্ত।

অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়, প্রবীণ শিক্ষক ও ইতিহাসবিদ পবিত্র মুখোপাধ্যায় ও বিশিষ্ট শিক্ষাব্রতী শান্তনু বন্দ্যোপাধ্যায় প্রমূখ।

এদিনের গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানের আহ্বায়ক বিশিষ্ট লেখক ও গবেষক বাসুদেব মুখোপাধ্যায় উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এদিনের অনুষ্ঠানে গ্রন্থটির সংকলন ও সম্পাদনা যিনি করেছেন বিদ্যালয়ের

সেই প্রাক্তন শিক্ষক ও গোবরডাঙ্গা গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতা দীপক কুমার দাঁ সংকলিত ও সম্পাদিত গ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশ করেন বিদ্যালয়ের দুই প্রাক্তন ছাত্র বর্ষীয়ান সমাজসেবি কালিপদ সরকার ও অঙ্গন মোহন রায়।

সঞ্চালক দীপক বাবু বলেন, ব্রিটিশ শাসনকাল প্রতিষ্ঠিত গোবরডাঙ্গা হাই ইংলিশ স্কুল এবং খাঁটুরা বঙ্গ বিদ্যালয় সংযুক্তিকরণ এর মধ্য দিয়ে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়। তিনি পরবর্তী বিভিন্ন ইতিহাসের উপর আলোকপাত করে তথ্য সমৃদ্ধ মূল্যবান বক্তব্য রাখেন।

সভাপতি শংকর দত্ত ইতিহাস সমৃদ্ধ গ্রন্থটির এবং প্রকাশকদের এই প্রয়াসকে সাধুবাদ জানান। শ্রী দত্ত বলেন, বর্তমানের মোবাইল এর যুগে ছাত্র-ছাত্রীদের মধ্যে এই বই পড়ার আগ্রহ অনেকটাই কমে গেছে।

তিনি নবীন প্রজন্মের মধ্যে এই বই পড়ার আগ্রহ বৃদ্ধিতে বিভিন্ন দিকে কৃতিদের মেমেন্টো নয়, পুরস্কার স্বরূপ গ্রন্থ প্রদানের কথা বলেন। এর ফলে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পড়ুয়াদের মধ্যে গ্রন্থ পাঠের আগ্রহ বাড়বে বলে পৌরপতি শ্রী দত্ত আশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *