মূকাভিনয়ে ভারত সরকারের বৃত্তি পেল ঠাকুরনগরের অনিকেত

নীরেশ ভৌমিক : ঠাকুরনগর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র অনিকেত বিশ্বাস ছোটবেলা থেকেই স্থানীয় পরশ সোশ্যাল এন্ড কালচারাল অর্গানাইজেশনের কর্ণধার বিশিষ্ট মূকাভিনেতা শাশ্বত বিশ্বাসের নিকট মূকাভিনয় প্রশিক্ষণ নিয়ে আসছে।

সম্প্রতি সে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের নিকট থেকে জাতীয় বৃত্তি (জুনিয়র) লাভ করেছে।প্রশিক্ষক শাশ্বত বাবু জানান, অনিকেত ছোটবেলা থেকেই আমাদের সংস্থায় মূকাভিনয় এর প্রশিক্ষণ নিয়ে আসছে। মূকাভিনয়ের প্রতি অনিকেতের দারুন আগ্রহ।

ইতিমধ্যে সংস্থার হয়ে বিভিন্ন অনুষ্ঠান মঞ্চে মূকাভিনয় পরিবেশন করে প্রভূত সুনাম অর্জন করেছে। বহু পুরস্কারও অর্জন করেছে অনিকেত। আগামীতে তাঁর এই মূকাভিনয় প্রতিভাকে আরো মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর সে। অনিকেত এর এই সাফল্যে অতিশয় খুশি তাঁর পিতা কমল বিশ্বাস সহ পাড়া-প্রতিবেশীগণ’ও।

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা এবং তার সহপাঠীরাও সবাই খুব খুশি। সকলেই কিশোর অনিকেতের ভবিষ্যৎ জীবনের আরও সাফল্য কামনা করেন।







