দুর্গাপুজোর প্রাক্কালে সবুজ সংঘের বস্ত্র বিতরণ

নীরেশ ভৌমিক : বছরভর নানা সামাজিক কাজকর্মে নিজেদেরকে সর্বদাই ব্যস্ত রাখেন চাঁদপাড়ার ঢাকুরিয়া সবুজ সংঘের সদস্যগণ। গত মাসে কলকাতার মহা নির্ধান মঠের সহযোগিতায় স্কুল পড়ুয়াদের হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়ার পর এমাসে এলাকার দুঃস্থ পরিবারের মহিলাদের হাতে তুলে দেওয়া হল বস্ত্র।

গত ১৫ সেপ্টেম্বর অপরাহ্নে ক্লাব গৃহ সংলগ্ন নবনির্মিত দূর্গা মন্দির অঙ্গনে অনুষ্ঠিত বস্ত্র বিতরণ কর্মসূচিতে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়ে সদস্য সাধন বিশ্বাস প্রাক্তন সদস্য উত্তম লোধ, ক্লাব সভাপতি রামকৃষ্ণ রায় ও মহা নির্ধান মঠের অন্যতম প্রতিনিধি আশুতোষ শাসমল প্রমূখ।

ক্লাবের প্রাক্তন ও বর্তমান সম্পাদক যথাক্রমে সন্তোষ বিশ্বাস ও কমল সরকার সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আল্পনা, সুমিত্রা প্রমুখ সদস্যগণ আগত সকল বিশিষ্টজনদের উত্তরীয় ও লাল গোলাপে বরণ করে নেন।

বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব ও আসন্ন দূর্গা পূজার প্রাক্কালে এলাকার পিছিয়ে পড়া সমাজের গৃহবধূদের হাতে নতুন কাপড় তুলে দেওয়ার এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। ক্লাব সম্পাদক কমল বাবু জানান, দেড় শতাধিক মা-বোনেদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে।

এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন সবুজ সংঘের এই মহতী কর্মসূচীর ভূয়সী প্রশংসা করেন। দূর্গাপূজার প্রাক্কালে নতুন কাপড় পেয়ে অতিশয় খুশি গ্রামের মহিলারা।











