মহালয়ায় বস্ত্রদান ও মনোজ্ঞ অনুষ্ঠান গোবরডাঙ্গার মুকুলিকা গানের স্কুলে

নীরেশ ভৌমিক : অন্যান্য বছরের মতো এবারও মহালয়ার পুণ্যদিনে বস্ত্র দান ও মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে গোবরডাঙ্গার অন্যতম সংগীত শিক্ষার প্রতিষ্ঠান মুকুলিকা গানের স্কুলের সদস্যরা।

২১ সেপ্টেম্বর দেবী পক্ষের সূচনায় গানের স্কুলের ‘লাবণ্য কানন মঞ্চে’ স্কুলের শিক্ষার্থী কচি-কাঁচাদের সমবেত কন্ঠে ‘এলো দুগ্গা পূজার লগন’ সংগীতের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয়।

দিনটির তাৎপর্য এবং শারদোৎসবের প্রাক্কালে এলাকার দুস্থ মানুষজনের মধ্যে নতুন বস্ত্র তুলে দেওয়ার এই মহতী কর্মসূচীকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাংবাদিক নীরেশ চন্দ্র ভৌমিক।

‘এসো আনন্দ ভাগ করে নিই সকলে’ শীর্ষক অনুষ্ঠানে আগত দরিদ্র মানুষজনের মধ্যে নতুন শাড়ি-কাপড় তুলে দিয়ে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানায় সংগীত শিক্ষার্থীরা।

মুকুলিকার কর্ণধার প্রখ্যাত সঙ্গীত শিল্পী অনিমা মজুমদারের পরিচালনায় একক, দ্বৈত ও সমবেত সংগীতের অনুষ্ঠান বেশ মনোগ্রাহী হয়ে ওঠে। সঙ্গীতশিল্পী সিন্থিয়া ও সমাদ্রিতার কন্ঠে ‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’

সঙ্গীতটি সমবেত সকলকে মুগ্ধ করে। পরিশেষে স্কুলের কুশীলব’গণ পরিবেশিত নাটক ‘ভালোবাসার চিঠি’ উপস্থিত সকলের মনোরঞ্জন করে।











