আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানজেলার খবরধর্মীয় খবর।স্মরনসভা

প্রয়াত পিতার স্মরণে ধর্মীয় অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : গত ১৭ সেপ্টেম্বর ছিল চাঁদপাড়ার সেকাটি গ্রামের বাসিন্দা হরিপদ ধরের দ্বিতীয় মৃত্যু বার্ষিকি। দিনটিতে পিতাকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে তার পুত্র ডাঃ পীযূষ কান্তি ধর এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন।

এদিন সকালেই আয়োজিত অনুষ্ঠানে প্রয়াত হরিপদ বাবুর প্রতিকৃতিতে ফুল-মালা দিয়ে পিতার প্রতি শ্রদ্ধা জানান প্রয়াতের সহধর্মিনী ও পুত্র কন্যাগণ।

বাসভবন অঙ্গনে এদিনের আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে গীতা পাঠ ও ধর্মীয় আলোচনায় অংশ নেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী দেবেশানন্দজী মহারাজ ও ধর্মপ্রাণ পরিতোষ দাস। ভক্তিমূলক গান গেয়ে শোনান পুত্র পীযুষ কান্তি ধর।

স্বামী দেবেশানন্দজী ও পরিতোষ বাবুর কন্ঠের গীতা পাঠ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ধর্মপ্রাণ মানুষজনের হৃদয়কে স্পর্শ করে। উপস্থিত আত্মীয়-পরিজনেরা প্রয়াত হরিপদবাবুর স্মৃতিচারণায় অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *