সমাপ্ত হল রাজ্য স্কুল মেগা ভলিবল প্রতিযোগিতা

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : রাজ্য স্কুল মেগা ভলিবল প্রতিযোগিতা হাবরার বাণীপুরে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং উত্তর চব্বিশ পরগনা জেলা বিদ্যালয়ে ক্রীড়া সংসদের পরিচালনায় বাণীপুর সরকারি স্নাতকোত্তর শারীর শিক্ষা মহাবিদ্যালয় সমাপ্ত হলো ৬৯ তম রাজ্য বিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা। অনূর্ধ্ব ১৪, ১৭ ও ১৯বছরের বালক বিভাগের এই প্রতিযোগিতা ২০ সেপ্টেম্বর থেকে ২৫ শে সেপ্টেম্বর পর্যন্ত মহাসড়ম্বরে অনুষ্ঠিত হয়। অনূর্ধ্ব ১৪ বছরের বালক বিভাগে মোট ১১ টি জেলা দল অংশগ্রহণ করেছে। নদিয়া জেলা কে তিন এক সেটে হারিয়ে হুগলি জেলা দল বিজয়ীর শিরোপা লাভ করে। ১৪ বছর বিভাগে চূড়ান্ত পর্যায়ের খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হয় হুগলি জেলার প্রীতম মাল – এবং ম্যান অফ দা টুর্নামেন্ট নির্বাচিত হওয়ায় নদিয়া জেলার সিনজু বিশ্বাস এবং তৃতীয় স্থান লাভ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বিদ্যালয় দল।

অনূর্ধ্ব ১৭ বছর বালক বিভাগে ১৭টি দল অংশগ্রহণ করেছিল। ১৭ বছর বিভাগের চূড়ান্ত পর্যায়ের খেলায় হুগলি জেলা বিদ্যালয় দল ৩ তিন দুই সেটে হাওড়া জেলা দলকে হারিয়ে অর্জন করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়, হাওড়া জেলার এবং ম্যান অফ দা টুর্নামেন্ট নির্বাচিত হওয়ায় হুগলি জেলার কাজী আব্দুল রাহান এবং তৃতীয় স্থান লাভ করে জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলা বিদ্যালয় দল। অনূর্ধ্ব ১৯ বছর বালক বিভাগে ১৫টি দল অংশগ্রহণ করেছিল। ১৯বছর বিভাগের চূড়ান্ত পর্যায়ের খেলায় হুগলি জেলা বিদ্যালয় দল ৩ দুই সেটে জেলা দলকে হারিয়ে অর্জন করে। ১৯ বছর বালক চূড়ান্ত পর্যায়ের খেলার ফলাফল উত্তর ২৪ পরগনা জেলা দল এবং হুগলি জেলা দল জয়লাভ করে। ১৯ বছর বিভাগে চূড়ান্ত পর্যায়ের খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়, এবং ম্যান অফ দা টুর্নামেন্ট নির্বাচিত হওয়ায় এবং তৃতীয় স্থান লাভ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বিদ্যালয় দল। অনূর্ধ্ব এই প্রতিযোগিতায় সারা রাজ্যের বিভিন্ন জেলার মোট ৫৪০ জন প্রতিযোগী ও , ৮৫ জন কোচ, ম্যানেজার ও বিচারক অংশগ্রহণ করছেন।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সেরা খেলোয়াড়দের মধ্য থেকে জাতীয় স্কুল গেমস এর জন্য অনূর্ধ্ব ১৪,১৭ ও ১৯ বছরের বালকদের মধ্যে থেকে পশ্চিমবঙ্গের স্কুল ভলিবল দল নির্বাচন করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়, ম্যানেজার ও পরিচালকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন এই প্রতিযোগিতার উদ্বোধন হাবরা পৌরসভা পৌরপিতা নারায়ণ কুমার সাহা। এছাড়া উপস্থিত ছিলেন অধ্যক্ষ ডক্টর লক্ষীনারায়ন কৈবর্ত, মানস পাল, ডক্টর অভিজিৎ রুদ্র, প্রবীর কুমার সাহা, ডিওপি সোমনাথ দত্ত, ববিতা বিশ্বাস, ডক্টর মলয় কুমার মুখোপাধ্যায়। সংগঠকদের পক্ষ থেকে জানিয়েছেন যে, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সারা রাজ্যের বিভিন্ন জেলার শারীর শিক্ষার শিক্ষক কোচ ম্যানেজার, বিচারকও খেলোয়ারদের সার্বিক সহযোগিতায় খেলা গুলি সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে, এর জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।










