আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

জেলার খবররাজনৈতিক দলের খবর।

বনগাঁ সাংগঠনিক জেলাধীন বাগদা পশ্চিম ও পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেস ও অংগ সংগঠন গুলির নতুন সভাপতি ও সহ-সভাপতির তালিকা প্রকাশ

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক :- উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ সাংগঠনিক এলাকার অন্তর্গত বাগদা পূর্ব ও পশ্চিম ব্লকে সংগঠনকে আরও সুদৃঢ় করতে নতুন দায়িত্ব বণ্টন করল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস।

২৫শে সেপ্টেম্বর, ২০২৫-এ প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাননীয়া মুখ্যমন্ত্রী ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ও দিকনির্দেশে দলকে তৃণমূল স্তরে আরও কার্যকর করতে মা, যুব, মহিলা এবং আইএনটিটিইউসি ফ্রন্টাল সংগঠনে নতুন সভাপতি ও সহ-সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে।

ঘোষিত তালিকা অনুযায়ী—

মাদার কমিটি (বাগদা পূর্ব ব্লক) : সভাপতি- কিঙ্কর মন্ডল, সহ-সভাপতি- অনুপম রায়।

যুব কমিটি (বাগদা পূর্ব ব্লক) :  সভাপতি- সম্রাট মন্ডল। 

মহিলা কমিটি (বাগদা পূর্ব ব্লক) : সভাপতি- লালি বিশ্বাস।

আইএনটিটিইউসি কমিটি (বাগদা পূর্ব ব্লক) :  সভাপতি- গণেশ ঘোষ, সহ-সভাপতি শ্যামল অধিকারী। 

অন্যদিকে :-

মাদার কমিটি (বাগদা পশ্চিম ব্লক) : সভাপতি- নিউটন বালা, সহ-সভাপতি বিকাশ চন্দ্র বিশ্বাস।

যুব কমিটি (বাগদা পশ্চিম ব্লক) : সভাপতি- অয়ন দাস, সহ-সভাপতি স্বরজিৎ ঢালী।

মহিলা কমিটি (বাগদা পশ্চিম ব্লক) : সভাপতি- প্রতিমা রায়, সহ-সভাপতি- অঞ্জনা বিশ্বাস। 

আইএনটিটিইউসি কমিটি (বাগদা পূর্ব ব্লক) :  সভাপতি-  আফজাল হোসেন মন্ডল, সহ-সভাপতি- গৌতম রায়।

উল্লেখ্য, দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সকল নবনিযুক্ত সভাপতিরা প্রত্যেকে নিজ নিজ সংগঠনের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াবেন, সক্রিয় কর্মসূচি গ্রহণ করবেন এবং স্থানীয় স্তরে সাধারণ মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেসের সকল কার্যক্রমকে আরও শক্তিশালী করে তুলবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *