চাঁদপাড়া দিঘায় বিদ্যাসাগর স্মরণ

নীরেশ ভৌমিক : চাঁদপাড়া দিঘা বিদ্যাসাগর সাংস্কৃতিক সংস্থার গৃহে অনুষ্ঠিত হলো বর্ণপরিচয় এর স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৬ তম জন্ম জয়ন্তী উৎসব।

২৬শে সেপ্টেম্বর সকালে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান সংস্থার সদস্যা শিক্ষিকা রাজশ্রী গুহ, বক্তব্য রাখেন সঞ্জয় মালাকার, জয়ন্ত সরকার।

শ্রীমতি গুহ সহ অন্যান্য বক্তারা বিদ্যাসাগরের সমাজ সংস্কারের ও জীবনের কথা বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য বিভাস দাস ও শেখর পাল। ওইদিন বসে আঁকো প্রতিযোগিতায় অংশ নেয় ছোটরা।

প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ছাড়াও অংশগ্রহণকারী সকলকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সূর্যকান্ত সরকার।











