শারদ

বস্ত্রদান চেঙা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে

পারফেক্ট টাইম ওয়েফ ডেষ্ক : সনাতন ধর্মের অন্যতম ধর্মীয় বড় উৎসব। রাজ্য সরকারের সহযোগীতা সহ এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় সমগ্র পশ্চিমবঙ্গের মত বাগদা ব্লকের বিভিন্ন জায়গার মত চেঙা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমেও হচ্ছে দূর্গাপূজো। তবে পেল্লাই প্রতিমা, প্যান্ডেল, লাইটিং-এর জৌলুষ না থাকলেও ভক্তি ও লৌকিকতার ঘাটতি নেই মোটেও। এখানে প্রতি বারের মত এবারও ভক্তি সহকারে দূর্গাপূজো হচ্ছে তবে ঘটেপটে। অনেক বড় বড় প্যান্ডেলে গরীব দুঃখীদের মধ্যে বস্ত্র দানের রেওয়াজ না থাকলেও এখান আছে বরাবরই।

এখানকার মহারাজ জী বিভিন্ন জায়গা থেকে ভিক্ষা করে পেল্লাই প্রতিমা, প্যান্ডেল, লাইটিং নয় সেই টাকা দিয়ে করে থাকেন বস্ত্রদান। এতে হাসি ফোঁটে তাদের মুখে, যারা সেই ভাগ্য নিয়ে জন্মায়নি পূজোতে নতুন জামা কাপড় কেনার বা পরার। হাসি ফোঁটে সেই সব বাচ্চাদের মুখে যারা নিতান্তই অবহেলিত ও অনগ্রসর শ্রেনীর। অনবদ্য এই পুজো দেখতে উপচেপড়া মানুষের ভিড় হয়তো হয়না, তবে ভক্তির ডোরে বাঁধা পড়তে সয়ং দেবী মনে হয় একবার পদধূলি দিতে না এসে পারেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *