কলকাতার শ্রীশ্রীনগেন্দ্র মঠে পালিত হলো মহর্ষি নগেন্দ্রনাথের তিরোধান তিথি
পারফেক্ট টাইম নিউজ ডেস্ক : পূজা-অর্চনা, সঙ্গীত, আলোচনা সভার মাধ্যমে ভাদুড়ী মহাশয় অর্থাৎ পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথের গতকাল ৯৯তম তিরোধান তিথি পালিত হলো কলকাতার শ্রীশ্রীনগেন্দ্র মঠে। ১৮ অক্টোবর – শনিবার ভোর থেকেই ছিল পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথের শেষ জীবনের সাধন ভূমি কলকাতার শ্রীশ্রীনগেন্দ্র মঠে ভক্ত ও দর্শনার্থীদের ভিড়। গতকাল সকালে ছিল মঠের আবাসিক ছাত্রদের মন্ত্রোচ্চারণ এবং সমবেত প্রার্থনা। পরে ছিল মহর্ষিদেবের বিশেষ পূজা এবং প্রার্থনা।

দুপুরে ছিল ভোগ বিতরণ। সন্ধ্যায় ছিল নিত্য প্রার্থনার পর ‘মহর্ষি স্মরণ পর্ব’। এই পর্বের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায়। প্রধান অতিথির আসন অলংকৃত করেন অশোক দত্ত। এদিন মঠের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় মহর্ষি নগেন্দ্রনাথের প্রপৌত্রী শিবানী ভট্টাচার্য বন্দ্যোপাধ্যায়কে। গতকাল সন্ধ্যায় মহর্ষি নগেন্দ্রনাথের রচিত এবং সুরারোপিত পরমার্থ সঙ্গীত পরিবেশনে ছিলেন ড. রবীন্দ্রনাথ কর, রাজা মুখোপাধ্যায় এবং মঠের আবাসিক ছাত্ররা।

সঙ্গীত পরিচালনায় ছিলেন সনাতন ধর্ম প্রচারিণী সভা ও শ্রীশ্রীনগেন্দ্র মঠের সম্পাদক ড. রবীন্দ্রনাথ কর। এই স্মরণ অনুষ্ঠানের সামগ্রিক পরিকল্পনায় ছিলেন নগেন্দ্র মিশনের সভাপতি গৌরহরি শাসমল এবং শ্রীশ্রীনগেন্দ্র মঠের কোষাধ্যক্ষ দেবাশিস বোস। সহযোগিতায় ছিলেন নগেন্দ্র মিশনের কোষাধ্যক্ষ সঞ্জয় ভট্টাচার্য।








