আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

উৎসবজেলার খবরধর্মীয় খবর।বিনোদনসাংস্কৃতিক অনুষ্ঠান

সাড়ম্বরে শুরু হল ঢাকুরিয়া কিশলয় সংঘের জগদ্ধাত্রী পুজো ও উৎসব

নীরেশ ভৌমিক : গত ২৭ অক্টোবর সন্ধ্যায় মহাসমারোহে শুরু হল চাঁদপাড়া ঢাকুরিয়া কিশলয় সংঘ আয়োজিত ১৩ তম বর্ষের জগদ্ধাত্রী পুজো ও উৎসব। ফিতে কেটে ও দেবী প্রতিমার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি অর্পণ করে পুজো ও উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাকচি ও ব্লকের বিডিও নীলাদ্রি সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন জয়েন্ট বিডিও ময়ুখ ব্যানার্জী, জেলা পরিষদ সদস্য অভিজিৎ বিশ্বাস, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ, শিশু ও নারী কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ তাপসী ঘোষ,

চাঁদপাড়ার প্রধান দীপক দাস, উপ-প্রধান বৈশাখী বর বিশ্বাস, সমাজকর্মী উত্তম লোধ, জয়দেব বর্ধন, সমীর হাজরা ও সুভাষ রায় সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যগণ।

সংঘের সদস্যরা সকলকে পুষ্পস্তবকে বরণ করে নেন। বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে কিশলয় সংঘের মাতৃ বন্দনা ও নানা অনুষ্ঠানের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উৎসব প্রাঙ্গণের সুসজ্জিত আলোকজ্জ্বল মঞ্চে ‘সত্যম্ শিবম্ সুন্দরম’ সংগীতের সাথে ছোট্ট পায়েল ও শিশু শিল্পী সাঁজবাতি রায়ের নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়।

সংগীত, নৃত্য ছাড়াও রামপুর সৃজন এর কর্ণধার শিক্ষক সুভাষ রায় ও বাসন্তী রায়ের পরিচালনায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের ‘দেবী চৌধুরানী’ কাহিনী অবলম্বনে নৃত্যনাট্য দর্শক মন্ডলীকে মুগ্ধ করে।

সপ্তাহব্যাপী অনুষ্ঠিত অন্যান্য অনুষ্ঠানগুলির মধ্যে রয়েছে কিশোর ক্ষ্যাপার বাউল সংগীতানুষ্ঠান, চাঁদপাড়ার অঙ্গহার ডান্স একাডেমীর মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান, গোল্ড স্টার ব্যান্ডের সংগীতানুষ্ঠান, মছলন্দপুরের ইমন-মাইম সেন্টার এর মূকাভিনয় ও গীতিনাট্য ‘আলি বাবা’

এবং ২ নভেম্বর উৎসবের শেষ দিনে সারেগামাপা খ্যাত এক ঝাঁক শিল্পী সমন্বয়ে বিচিত্রানুষ্ঠান। প্রতিদিন সন্ধ্যা থেকে সংস্কৃতিপ্রেমী বহু মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুজো ও অনুষ্ঠান বেশ জমজমাট হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *