আবারও সোনা আটক বাগদার মধুপুর সীমান্তে
পারফেক্ট টাইম ওয়েফ ডেষ্ক : বাংলাদেশ থেকে সোনা নিয়ে ভারতে প্রবেশ করার সময় আবারও হাতে নাতে ধরা পড়লো এক ব্যাক্তি। বিএসএফ সূত্রে জানা গেছে, আজ বিকালে মধুপুর সীমান্তের বাসিন্দা কিনু বিশ্বাসের ছেলে চাষী সাব্দার বিশ্বাসকে ভারতের দিকে তারকাঁটার বেড়ার উপর থেকে কিছু জিনিস ছুঁড়ে ফেলতে দেখতে পায় তারা। পরে সে তার ক্ষেত থেকে ক্যাম্পের গেট দিয়ে ফিরে এসে ছুঁড়ে ফেলা জিনিষের কাছে পৌঁছে নিক্ষিপ্ত জিনিস সংগ্রহের জন্য তার সাইকেল থামালে কর্তব্যরত সতর্ক বিএসএফ সিটি এস সরকার সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করে এবং তাড়া করে ধরে ফেলে ওপি পার্টির প্লাটুন কমান্ডার ইউনিট জি সেলের এসআই/জি রাজেশ কুমারকে বিষয়টি অবহিত করেন।
পরে প্রশিক্ষিত কুকুরের সাহায্যে এলাকাটি গভীরভাবে তল্লাশি চালিয়ে ওই স্থান থেকে একটা পুরনো কাপড়ে পেচানো ভারী কিছু জিনিষ উদ্ধার করেন যা কোঃ টুআইসি, প্লাটুন কমান্ডার, ইন্সপেক্টর জি এবং ইউনিট জি-এর এসআই/জি সহ কোঃ কমান্ডারের উপস্থিতিতে খোলা হয় এবং সেখান থেকে উদ্ধার হয় ৫ পিস সোনার বিস্কুট। জানা গেছে, এই সোনা উদ্ধার অভিযানে নিরলস ভূমিকায় ছিলেন, এম লক্ষ্মী এস এম, সিটি এস সরকার, এসআই প্রসাদ রাম, এসআই/জি রাজেশ কুমার ও সিটি ডগ হ্যান্ডলার মঞ্জু নাথ এমইউ।