আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

District newsঅনুষ্ঠানঅরাজনৈতিকজেলার খবর

গোবরডাঙ্গায় দীপাবলীতে বস্ত্র দান উজ্জ্বল সংঘের

নীরেশ ভৌমিক : বিগত বছরের মত এবার ও কালীপূজো ও দীপাবলী উৎসব উপলক্ষে বস্ত্রদান কর্মসূচীর আয়োজন করে গোবরডাঙ্গা গড়পাড়ার উজ্জ্বল সংঘের সদস্যরা।

গত ২২ অক্টোবর অপরাহ্নে গোবরডাঙ্গা কলেজ গেট পার্শ্বস্থ শ্যামা পুজো প্রাঙ্গনে আয়োজিত বস্ত্রদান অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শঙ্কর দত্ত, অবসরপ্রাপ্ত শিক্ষক পবিত্র মুখোপাধ্যায়, কালিপদ সরকার, অধ্যাপক উমেশ অধিকারী, প্রাক্তন কাউন্সিলর সবিতা মজুমদার, সমাজকর্মী সুমন মন্ডল, সুজিত মজুমদার, শিক্ষক সঞ্জয় বিশ্বাস ও বর্ষিয়ান সমাজকর্মী জয়দেব মুখার্জী প্রমূখ।

সংঘের পক্ষে সঞ্জয় মন্ডল সকলকে স্বাগত জানান।উদ্যোক্তারা সকল বিশিষ্টজনদের লাল গোলাপে বরণ করে নেন। বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁদের বক্তব্যে উৎসবের সময়ে এলাকার দুস্থ মানুষজনের মধ্যে বস্ত্র বিতরণের এই মহতী ও মানবিক কর্মসূচীকে স্বাগত জানান।

সংঘের অন্যতম কর্ণধার সঞ্জয় বাবু জানান এদিন উপস্থিত বিশিষ্টজনদের হাত দিয়ে একশত দুস্থ মানুষজনের হাতে শাড়ি, লুঙ্গি ও শীতবস্ত্র চাদর তুলে দেওয়া হয়েছে। উজ্জ্বল সংঘের এই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে বিধান রায়, সমরেশ ঘরামী, সীমা মিস্ত্রি ও সঞ্জয় মন্ডল প্রমুখ সদস্য’গণের এই প্রয়াসকে উপস্থিত সকলের সাধুবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *