আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানজেলার খবররাজনৈতিক দলের খবর।সন্মেলন

গাইঘাটায় তৃণমূলের বিজয়া সম্মেলনে বহু মানুষের সমাগম

নীরেশ ভৌমিক : গত ১৭ই অক্টোবর মহাসমারোহে অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের গাইঘাটা ব্লক-২ আয়োজিত বিজয়া সম্মেলন।

এদিন মধ্যাহ্নে চাঁদপাড়া বাজার পার্শ্বস্থ ডুমা অঞ্চলের সেকাটি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত বিজয়ের সম্মেলনে ব্লক সভাপতি শিক্ষক শ্যামল বিশ্বাসের আহ্বানে দল ও দলের বিভিন্ন শাখা সংগঠনের বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত হন।

উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন তৃণমূলের বনগাঁ সংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস, চেয়ারম্যান সাংসদ মমতা ঠাকুর, দলের ছাত্র সংগঠনের ভূতপূর্ব রাজ্য সভানেত্রী জয়া দত্ত।

শুরুতেই সব্যসাচী ভট্ট, নিরুপম রায়, শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জেলা নেতৃত্ব নারায়ণ ঘোষ, সংখ্যালঘু সেলের ইমরান হোসেন, দলনেতা নরোত্তম বিশ্বাস, উত্তম সরকার, সমীর বিশ্বাস, জেলা পরিষদ সদস্য অভিজিৎ বিশ্বাস, দলীয় প্রধান ছন্দা সরকার,

তৃণমূল শিক্ষক সংগঠনের সভাপতি আশিস ঘোষ, মহিলা নেত্রী তথা গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাকচি, দলের প্রাক্তন বিধায়ক সুরজিৎ কুমার বিশ্বাস প্রমূখ।ব্লক সভাপতি শ্যামল বাবু উপস্থিত সকল নেতৃবৃন্দকে স্বাগত জানান।

দলীয় কর্মীগণ সকলকে উত্তরীয় ও পুষ্পস্তবক প্রদানে বরণ করে নেন। বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত সকলকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং

সেই সঙ্গে রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসানোর জন্য এখন থেকেই সকল নেতাকর্মীকে কাজে নেমে পড়ার কথা বলেন।

সেই সঙ্গে সকল নেতা-কর্মীকে জনসংযোগ বৃদ্ধি এবং সাধারণ মানুষজনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পিছিয়ে পড়া সহ সকল মানুষজনের কল্যাণে কাজ করার পরামর্শ দেন। বিজয়া সম্মেলন উপলক্ষে এদিনের সভা জনসভার রূপ লাভ করে।

সভা শেষে দলীয় কর্মীগণ উপস্থিত সকলের হাতে মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা জানান। অগণিত দলীয় নেতা-কর্মী ও সমর্থক’গণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে তৃণমূল কংগ্রেস আয়োজিত এদিনের বিজয়া সম্মেলন এলাকায় বেশ সাড়া ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *