আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানজেলার খবরধর্মীয় খবর।নাট্যানুষ্ঠান

চাঁদপাড়া জগদ্ধাত্রী পুজোয় সাংস্কৃতিক অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : ১নভেম্বর চাঁদপাড়া বিএম পল্লী ‘আমরা সবাই’-এর উদ্যোগে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যা দর্শক-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে।সুভাষ চক্রবর্তী, চৈতি সিংহ রায় ও সোমা চক্রবর্তীর পরিবেশনায় শ্রুতি নাটক ‘তাহার নামটি রঞ্জনা’ ও ‘কি গেরো’ দর্শকদের মন জয় করে।

শিশুশিল্পী শরণ্যা মজুমদারের নৃত্যশৈলী সকলকে মুগ্ধ করে তোলে। পরবর্তীতে চাঁদপাড়া অ্যাক্টো প্রযোজিত শিশু নাটক ‘অরুণ-বরুণ-কিরণমালা’ মঞ্চস্থ হয় চৈতি সিংহ রায়ের নির্দেশনায়।

ক্ষুদে শিল্পীদের প্রাণবন্ত অভিনয়ে নাটকটি দর্শকদের প্রশংসা কুড়োয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুভাষ চক্রবর্তী। করতালি ও আনন্দধ্বনিতে অনুষ্ঠানটি সার্থক হয়ে ওঠে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *