আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানখেলাজেলার খবরবিনোদন

‘চিলড্রেনস কাপ ২০২৫’ অনুষ্ঠিত হল শিশু দিবসে

নীরেশ ভৌমিক : ছেকাটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনায় প্রতিবছরের মত এবারও শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ‘চিলড্রেনস কাপ ২০২৫ ‘।প্রথমে পন্ডিত জওহরলাল নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়।এরপর প্রতিযোগী এবং অন্যান্য ছাত্রছাত্রী-শিক্ষক শিক্ষিকারা মাঠ প্রদক্ষিণ করেন।

কিক অফ করে খেলার শুভ সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইলা রানী মন্ডল।এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল গাইঘাটা পূর্ব চক্রের ৮ টি প্রাথমিক বিদ্যালয়-আনন্দ পাড়া এফ. পি ., সন্তোষ স্মৃতি এফ.পি., চাঁদপাড়া জুনিয়র বেসিক , পূর্ব বারাসাত এফ. পি., হাসিরাশি কবি স্মৃতি এফ.পি., ডুমা সরুইপুর এফ.পি., ফুলসরা এফ. পি. এবং ছেকাটি এফ.পি.স্কুল।

অংশগ্রহণকারী বিদ্যালয়গুলির শিক্ষক প্রতিনিধি এবং আয়োজকদের কথায়- এবারের টুর্নামেন্ট বিগত বছরগুলিকে ছাপিয়ে গেছে গুণমানে এবং প্রতিযোগিতাপূর্ণ সৃজনশীল ফুটবল নৈপুণ্যে। অংশগ্রহণকারী প্রতিটি দলই নাছোড় মনোভাব নিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিয়েছে।

কোন ম্যাচই একপেশে হয়ে যায়নি। কয়েকটি ম্যাচ টাই ব্রেকার পর্যন্ত গড়াই। সেমিফাইনালে হাসি রাশি কবি স্মৃতি এফ.পি আনন্দ পাড়া এফ.পিকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ওঠে এবং ছেকাটি এফপি ২-০ গোলে চাঁদপাড়া জুনিয়র বেসিককে হারিয়ে ফাইনালে ওঠে।

ফাইনাল ম্যাচটিও হয় তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এবং আকর্ষণীয়। ছেকাটি এফ.পি. মুহুর্মুহু আক্রমণ শানালেও হাসিরাসির ডিফেন্ডার শুভ সর্দারের দুর্দমনীয় অসাধারণ ডিফেন্স নৈপুণ্যের কাছে আটকে যায় বারবার। অবশেষে টাই ব্রেকারে ৩-২ ফলাফলে হাসিরাশি কবি স্মৃতি এফ.পি. জয় লাভ করে।


ফাইনাল সহ নক আউটের প্রতিটি ম্যাচের সেরা কে ‘হিরো অফ দ্যা ম্যাচ পুরস্কার দেওয়া হয়। এছাড়া সমগ্র টুর্নামেন্টে অসাধারণ ডিফেন্সিভ শৈলী প্রদর্শন করে দলকে চ্যাম্পিয়ন করার সুবাদে হাসিরাশি কবি স্মৃতির শুভ সর্দার ‘হিরো অফ দ্যা টুর্নামেন্ট’ পুরস্কার পায়।

টুর্নামেন্টের সর্বাধিক গোলদাতা হিসেবে ‘গোল্ডেন বুট অফ দ্যা টুর্নামেন্ট’ পুরস্কার পায় ছেকাটি এফ.পির দিব্যজ্যোতি দাস। সেরা গোলরক্ষক হিসাবে ‘গোল্ডেন গ্লোভ অফ দ্যা টুর্নামেন্ট’ পুরস্কার পায় ছেকাটি এফ.পির জীবনদীপ বিশ্বাস।

চ্যাম্পিয়ন রানার্স ট্রফি ছাড়াও প্রতিটি অংশগ্রহণকারী বিদ্যালয়কে সুদৃশ্য স্মারক ট্রফি তুলে দেওয়া হয়।ফুটবলের প্রসার এবং ভবিষ্যত প্রজন্মকে গড়ে তোলার প্রয়াসে এই টুর্নামেন্ট আগামীতে একইভাবে জারি থাকবে বলে আয়োজক ছেকাটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *