দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে ইফকোর কম্বল বিতরন

নীরেশ ভৌমিক : দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর- ২ ব্লকের মধুসূদনচক সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে গত ১১ ডিসেম্বর দেশের ঐতিহ্যবাহী সার প্রস্তুতকারী সংস্থা ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর উদ্যোগে ও মধুসূদনচক সমবায় সমিতির ব্যবস্থাপনায় এলাকার দুস্থ ও অসহায় মানুষজনের মধ্যে শীতবস্ত্র কম্বল প্ৰদান করা হয়।

ইফকোর জেলার ক্ষেত্র প্রবন্ধক রিতেশ ঝা’র আহ্বানে এদিনের কম্বল বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সমবায় অধিকর্তা ও রাজ্য সমবায় দপ্তরের স্পেশাল অফিসার অভিক ভট্টাচার্য, ছিলেন জেলার প্রাক্তন (DRCS) আলিপুর মিঃ দীপক হালদার ও ডায়মন্ড হারবার এর এফ-ই-ও দীপক হালদার ও পিনাকী দত্ত প্রমূখ।

বিশিষ্ট ব্যক্তিবর্গ ইফকোর মহতী এই সামাজিক কার্যক্রম ও মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং সন্তোষ প্রকাশ করেন। শীতের সময় বিনামূল্যে দামী কম্বল পেয়ে অতিশয় খুশি মধুসূদনচক সহ উপস্থিত বিভিন্ন গ্রামের মানুষজন।








