আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

কর্মশালাজেলার খবররাজনৈতিক দলের খবর।শিক্ষাসভা ও সমাবেশ

তৃণমূল শিক্ষক সংগঠনের উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রশিক্ষণ শিবির

নীরেশ ভৌমিক : আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রাক্কালে বিগত বৎসরগুলির মতো এবারও পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের উদ্যোগে ও ব্যবস্থাপনায় মাধ্যমিক পরীক্ষার্থী-২০২৬ এর শিক্ষার্থী’গণের জন্য এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।

তৃণমূল কংগ্রেসের অনুগামী মাধ্যমিক শিক্ষক সংগঠনের বনগাঁ সাংগঠনিক জেলার নবগঠিত কমিটির সভাপতি তথা গাইঘাটার মন্ডলপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস ঘোষ জানান, সুকুমারমতি ছাত্র-ছাত্রীদের জীবনের বড় পরীক্ষার (মাধ্যমিক) প্রাক্কালে তাঁদের মধ্যকার ভীতি দূর করতে আমরা আমাদের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে কর্মশালার আয়োজন করে থাকি।

গত ১৪ ডিসেম্বর গাইঘাটা ব্লকের চাঁদপাড়া বাণী বিদ্যাবিথী, গোপালনগর থানার নহাটা উচ্চ বিদ্যালয়, বনগাঁর ছয়ঘড়িয়া রাখাল দাস হাই স্কুলে এবং নীল দর্পণ ব্লকের চাঁদা ললিত মোহন হাইস্কুলে প্রশিক্ষণ বা প্রস্তুতি শিবিরের আয়োজন করা হয়।

শিবির গুলিতে পার্শ্ববর্তী স্কুলগুলির মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীগণ অংশগ্রহণ করে। শিক্ষক নেতা দেবাশিস বাবু আরো জানান, শিবিরে সংগঠনের সদস্য, জেলার বিভিন্ন বিদ্যালয়ের অভিজ্ঞ বিষয়ী শিক্ষক-শিক্ষিকা, মাধ্যমিক পরীক্ষার বিভিন্ন বিষয়ের পরীক্ষক,

প্রধান পরীক্ষক এবং বিভিন্ন পাঠ্যপুস্তকের লেখক লেখিকাগণ সমবেত বিভিন্ন স্কুলের পরীক্ষার্থী, ছাত্র-ছাত্রী’গণকে পরীক্ষার নিয়ম কানুন, প্রশ্ন পাঠ ও উত্তর লেখার ধরন ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন।

উদ্যোক্তারা পরীক্ষার্থী শিক্ষার্থী’গণের হাতে পরীক্ষার জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দিয়ে শুভেচ্ছা জানান। বিভিন্ন প্রশিক্ষণ শিবিরগুলিতে উপস্থিত পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীগণের মধ্যে প্রশিক্ষণকে ঘিরে বেশ উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।

বিভিন্ন স্কুলে উপস্থিত পরীক্ষার্থী শিক্ষার্থীগণের অভিভাবকগণ এই প্রশিক্ষণ শিবিরের গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে শিবিরের উদ্যোক্তা তৃণমূল শিক্ষক সংগঠনের এই মহতী কর্মসূচীকে স্বাগত জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *