সার্ধ শতবর্ষের শুভালোকে সার্ধ শত কন্ঠে দেশ বন্দনা

নীরেশ ভৌমিক : সার্ধ শতবর্ষের শুভালোকে সার্ধ শত কন্ঠে দেশ বন্দনা – বন্দেমাতরম্। সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের তত্ত্বাবধানে জেলায় জেলায় বন্দেমাতরম্ গৌরব গান কার্যক্রমের সূচনা হল। সোমবার১৫ই ডিসেম্বর ২০২৫, বিকাল ৩টায় সার্ধশতকন্ঠে ‘বন্দেমাতরম’ গৌরবগান পরিবেশন ক’রে দৃষ্টান্ত স্থাপন করল সংস্কার ভারতী উত্তর ২৪ পরগনা জেলা, ঐতিহ্যবাহী গোবরডাঙ্গা জমিদার বাড়ি প্রাঙ্গণে।

উপস্থিত ছিলেন সতেরোটি সংগঠনের প্রতিনিধিরা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অখণ্ড বন্দেমাতরম গীত পরিবেশন করেন ১৫০জন শিল্পী। বন্দেমাতরম গীত রচনার সার্ধশতবর্ষকে সম্মান জানাতে সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ পরিবার এই উদ্যোগ গ্রহণ করেছে। আগামী দিনে রাজ্যের প্রতিটি জেলায় প্রকাশ্য স্থানে সার্ধ শত কন্ঠে বন্দেমাতরম গৌরব গান পরিবেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।









