গাইঘাটার দীঘা শক্তি সংঘের মিলন উৎসবে রক্তদান ও নানা অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : রক্তের কোন বিকল্প নেই, তাই রক্তদান মহৎ দান, রক্তদান জীবন দান এই আদর্শকে সামনে রেখে চাঁদপাড়ার দীঘা শক্তি সংঘ বিগত বছরগুলির মত এবারও রক্তদান কর্মসূচীর মধ্য দিয়ে তাদের বার্ষিক উৎসবের সূচনা করে। গত ২৫শে ডিসেম্বর সংঘের ৩৮ তম প্রতিষ্ঠা দিবসের মধ্যাহ্নে আয়োজিত উৎসবের উদ্বোধনে পৌরহিত্য করেন বর্ষিয়ান গ্রামবাসী সন্তোষ কুমার ঘোষ।

অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন স্থানীয় ডুমা গ্রাম পঞ্চায়েত প্রধান ছন্দা সরকার, উপ-প্রধান লক্ষ্মী ঘোষ, প্রাক্তন সদস্য সঞ্জয় মালাকার, শিক্ষক শ্যামল বিশ্বাস, বিমল চন্দ্র ঘোষ, শিক্ষিকা পম্পা বিশ্বাস, প্রাক্তন সৈনিক তারাপদ সরকার, সংস্কৃতি অনুরাগী অমর মজুমদার, গোবিন্দ কুন্ডু, দিলীপ ঘোষ নির্মল কুমার ঘোষ প্রমূখ। ক্লাব সভাপতি সুব্রত মন্ডল ও সম্পাদক কৃষানু ঘোষ সকলকে স্বাগত জানান। ক্লাব সদস্যগণ সকল অতিথিবৃন্দকে বরণ করে নেন। সুস্থ সংস্কৃতির চর্চা ও প্রসারের শক্তি সংঘের এই মহতী উদ্যোগকে বিশিষ্টজনেরা সকলে স্বাগত জানান। ক্লাব সদস্যগণ সকল অতিথিবৃন্দকে বরণ করে নেন। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনায় সংস্কৃতিপ্রেমী বাপী দাসের মুন্সিয়ানা প্রশংসার দাবি রাখে।

স্কুল ছাত্রী মৈত্রীষা ঘোষের গাওয়া উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা হয়। দীঘা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণের সুসজ্জিত মঞ্চে ৫ দিন ব্যাপী অনুষ্ঠিত উৎসবে ছিল অংকন, নৃত্য, মিউজিকাল চেয়ার ও যেমন খুশি সাজো প্রতিযোগিতা। এছাড়াও ছিল বাংলা ব্যান্ড ও বহিরাগত শিল্পী সমন্বয়ে বিচিত্রা অনুষ্ঠান। অন্যতম সদস্য প্রসেনজিৎ রায় জানান, উদ্বোধনী দিনে কলকাতার সেন্ট্রাল ব্লাড ব্যাংকের স্বাস্থ্য কর্মীগণ ৩৩ জন স্বেচ্ছা রক্তদাতার রক্ত সংগ্রহ করেন। শক্তি সংঘের এই উৎসবটিকে ঘিরে গ্রামের মানুষজনের মধ্যে বেশ উৎসাহ চোখে পড়ে।










