গাইঘাটার গাজনায় এর তরুণ তীর্থের শিশু-কিশোর উৎসব

নীরেশ ভৌমিক : গত ২৬-৩০ ডিসেম্বর গাইঘাটার গাজনা কিশলয় একাডেমী অঙ্গনে তরুণতীর্থের বৃহত্তর কলকাতা জেলা শাখার উদ্যোগে ও কিশলয় তরুণ তীর্থের ব্যবস্থাপনায় মহাসমারোহে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ রাজ্য বার্ষিক শিশু-কিশোর উৎসব ২০২৫।

বার্ষিক শিক্ষা শিবিরে বিভিন্ন জেলার তরুণ তীর্থের শাখা থেকে পাঁচ শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে।২৭ ডিসেম্বর সকালে সমবেত সকলের এক বর্ণময় শোভাযাত্রার মধ্য দিয়ে শিক্ষা শিবিরের সূচনা হয়।

শিশু-কিশোরদের সুসজ্জিত পোশাক, ধামসা মাদল নিয়ে আদিবাসীদের নৃত্য ও রণ পায়ে মিছিলে অংশগ্রহণ বর্ণাঢ্য শোভাযাত্রাকে আকর্ষণীয় করে তোলে।শোভাযাত্রা শেষে কিশলয় তরুণতীর্থ অঙ্গনের সুসজ্জিত মঞ্চে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট জনদের মধ্যে ছিলেন

তরুণ তীর্থের রাজ্য কমিটির সভাপতি শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক অমল নায়েক, ছিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাকচি, স্থানীয় ডুমা গ্রাম পঞ্চায়েত প্রধান পম্পা পাল, জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক ডঃ নিরঞ্জন বন্দোপাধ্যায়, শিক্ষানুরাগী কালিপদ সরকার,

বিশিষ্ট শিক্ষাব্রতী রামপ্রসাদ সাধুখাঁ, শিক্ষা বন্ধু মিলন কান্তি সাহা প্রমূখ। আয়োজক কিশলয় তরুণ তীর্থের অন্যতম কর্ণধার ভাস্কর বসু ও কিশোর ব্যাপারী সকলকে উত্তরীয় ও পুস্প প্রদানে বরণ করে নেন।

বিশিষ্টজনেরা সকলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিশু-কিশোরদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে এ ধরনের শিক্ষা শিবির ও প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে মূল্যবান বক্তব্য রাখেন।

পাঁচ দিনব্যাপী আয়োজিত শিবিরে বিশিষ্ট প্রশিক্ষকগণ উপস্থিত শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক প্রশিক্ষণ সেমিনার, পরিবেশ ও সামাজিক সচেতনতামূলক কাজকর্মের উপর প্রশিক্ষণ দেন।

বক্তৃতা ও অংকন প্রতিযোগিতা অংশগ্রহণ ছাড়াও প্রতিদিন সন্ধ্যায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজিত শিক্ষা শিবিরকে সার্থক করে তুলতে কিশলয় তরুণ তীর্থ পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীর সদস্যগণ সহ এলাকার শিক্ষা- সংস্কৃতি অনুরাগী মানুষজন সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

কঁচি-কাঁচাদের কল-কাকলি ও একাডেমীর পড়ুয়া’গণের অভিভাবক ও এলাকার সংস্কৃতিপ্রেমী মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতায় তরুণতীর্থের রাজ্য শিক্ষা শিবির ২০২৫ সার্থকতা লাভ করে।










