আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবখেলার খবর।প্রতিভার সন্ধানেরাজ্য

উত্তর ২৪ জেলার বাণীপুরে অনুষ্ঠিত হল প্রাথমিক বিদ্যালয়ে রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : উত্তর ২৪ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ আয়োজিত জেলার সকল প্রাথমিক, নিম্ন বুনিয়াদি, শিশু শিক্ষা কেন্দ্র, মাদ্রাসা সমূহের সকল ছাত্রছাত্রী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সহ ৪১ তম জেলা পর্যায়ের বার্ষিক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ৩০ শে ডিসেম্বর বারাসাত কাচারী ময়দানে অনুষ্ঠিত হয় l এই অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মন্ত্রী শ্রী রথীন ঘোষ l

এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শ্রী নারায়ণ নারায়ণ গোস্বামী, জ্যোতিপ্রিয় মল্লিক, মদন মিত্র, নির্মল ঘোষ, সুনীল মুখার্জি, মানস পাল, ডিপিএসসি চেয়ারম্যান দেবব্রত সরকার প্রমূখ l উত্তর২৪ পরগনা জেলার পাঁচটি মহকুমার ২৪০ জন শিক্ষার্থী ৩৪ টি ইভেন্টে অংশগ্রহণ করে। প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মেডেল, সার্টিফিকেট, সুদৃশ্য ট্রফি ও ব্যাগ দিয়ে সম্বর্ধিত করা হয়।

বারাসাত মহকুমা চ্যাম্পিয়ন এর শিরোপা লাভ করে। জেলা প্রতিযোগিতার প্রতিটি বিভাগে প্রথম স্থান অধিকারী ৩৪ জন বালক বালিকা আগামী ৯ ও ১০ জানুয়ারি উত্তর ২৪ পরগনার বাণীপুরে অনুষ্ঠিত ৪১ তম প্রাথমিক বিদ্যালয় সমূহের রাজ্য প্রতিযোগিতায় উত্তর চব্বিশ পরগনা জেলার প্রতিনিধিত্ব করবে। ২রা জানুয়ারি থেকে এই শিক্ষার্থীদের নিয়ে আবাসিক শিবির অনুষ্ঠিত হবে হাবরার বাণীপুরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *