নারানপুর ও নরেন্দ্রপুরে একই দিনে ইফকোর দুটি কৃষি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

নীরেশ ভৌমিক : স্বাধীন ভারতের ঐতিহ্যবাহী সার প্রস্তুতকারী সংস্থা ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কো-অপারেটিভ সোসাইটি লিঃ (IFFCO) এর উদ্যোগে গত ৯ জানুয়ারি দক্ষিন ২৪ পরগণা জেলার মথুরাপুর-২ ব্লকের

নারানপুর ও নরেন্দ্রপুরে একই দিনে ইফকোর দুটি কৃষি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইফকোর জেলার ফিল্ড ম্যানেজার রীতেশ ঝা জানান, সাভাটিতে মোট ১১২ জন কৃষিজীবী মানুষ উপস্থিত ছিলেন।

সমবেত কৃষকদের সামনে মিঃ ঝা ইফাকোর যুগান্তকারী আবিস্কার ন্যানো ইউরিয়া ও ন্যানো ডিএপি তেরল সারের গুণমান, জমি ও ফসলে প্রযোগ পদ্ধতি সমবেত কৃষকদের সামনে তুলে ধরেন।

সেই সঙ্গে ইফকোর সাগরিকা বায়োফার্টিলাইজার, প্রাকৃতিক পটাশ সার, কীট নাশাকের ব্যবহার সম্পর্কে ও আলোচনা করেন। এদিনের সভায় উপস্থিত কৃষকদের মধ্যে সভাকে ঘিরে বেশ উৎসাহ ও আগ্রহ চোখে পড়ে।











