আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবজেলার খবরবিনোদন

ঠাকুরনগরের সাড়ম্বরে শুরু হল ২৪ তম বর্ষের ব্লক পুষ্প কৃষি ও শিল্প মেলা ২০২৬

নীরেশ ভৌমিক : গত ১০ জানুয়ারি মধ্যাহ্নে বৃহত্তর ঠাকুরনগরের কৃষি ও পুষ্প প্রেমী মানুষজনের এক বর্ণময় পদযাত্রা এবং অপরাহ্ণে পতাকা উত্তোলন ও মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ২৪ তম বর্ষের গাইঘাটা ব্লক পুষ্প, কৃষি ও শিল্প মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন,

বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ অশোক কুমার পাত্র।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস ও সুরজিৎ কুমার বিশ্বাস, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাকচি, কর্মাধ্যক্ষ নিরুপম রায়, মধুসূদন সিংহ, বাপী দাস,

জাতীয় শিক্ষক ডঃ নিরঞ্জন বন্দোপাধ্যায়, বর্ষিয়ান শিক্ষক অনুপম দে, বনগাঁ কৃষি দপ্তরের প্রতিনিধি প্রলয় সেন প্রমূখ।সকল বিশিষ্টজনদের স্বাগত জানান মেলা উদযাপন কমিটির সভাপতি শিক্ষক গোবিন্দ ঘটক ও সম্পাদক রমণ দে।

কমিটির সদস্যগণ সকলকে পুষ্পস্তবক ও স্মারক উপহারের বরণ করেন। কৃষি, পুষ্প ও ক্ষুদ্র শিল্পের উন্নয়নে ও প্রসারে এই দীর্ঘ ২৪ বছর যাবৎ মেলার উদ্যোক্তাদের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বক্তব্য রাখেন

উদ্বোধক ডঃ পাত্র সহ অন্যান্য বিশিষ্টজনেরা।উদ্বোধন অনুষ্ঠানে সূচনায় ঠাকুরনগরের কলাভূমি কর্ণধার বিশিষ্ট নৃত্যশিল্পী কৃষ্ণ বণিকের নির্দেশনায় শিক্ষার্থীগণ পরিবেশিত সমবেত নৃত্যানুষ্ঠান সকলকে মুগ্ধ করে।

১০ দিন ব্যাপী আয়োজিত মেলায় কৃষি বিষয়ক আলোচনা, প্রদর্শনী, কৃষি প্রশিক্ষণ ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতায় বহু মানুষের উপস্থিতি চোখে পড়ে।

মেলা প্রাঙ্গণে ভারত সরকারের তথ্য সম্প্রচার দফতরের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের বন্দেমাতরম সঙ্গীতের দেড়শ বছর উপলক্ষে প্রদর্শনী ও বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ও পুষ্প বিষয়ক স্টলটি সকলের নজর কাড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *