ঠাকুরনগরে আসাম রেজিমেন্টের এর ডেটারেন্স ডে উদযাপন

নীরেশ ভৌমিক : বিগত বছরগুলির মতো এবারও ঠাকুরনগরের প্রাক্তন সৈনিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এর উদ্যোগে ও ব্যবস্থাপনায় গত ১২ জানুয়ারি মর্যাদা সহকারে উদযাপিত হয় ডেটারেন্স ডে- ২০২৬।

ঠাকুরনগরের ঐতিহ্যবাহী ষষ্ঠীতলা জাগৃতি সংঘ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ঠাকুরনগর সহ গাইঘাটা ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে প্রাক্তন সৈনিক ও প্রয়াত প্রাক্তন সৈনিকের পরিবারের সদস্যগণ উপস্থিত হন।

আসাম রেজিমেন্টের সৈনিকগণ আয়োজিত এদিনের ডেটারেন্স ডে’র উদযাপন অনুষ্ঠানে রেজিমেন্টের বিশিষ্ট পদাধিকারীগণের মধ্যে ছিলেন লেঃ কর্নেল মিঃ সুয়েজ, মেজর আমন কীর্তি ও তার সহধর্মীনি পায়েল।

জেলা সৈনিক বোর্ডের সম্পাদক কমান্ডার অমিত পাল, সুবেদার মেজর দীপঙ্কর মন্ডল, জেলা সৈনিক বোর্ডের সম্পাদক কমান্ডার অমিত পাল, জেলা-সদর বারাসাতের মেগাসিটি নার্সিংহোমের প্রতিনিধি ডাঃ অভিজিৎ মন্ডল, অর্ণব মজুমদার ও জাগ্রত সংঘের সম্পাদক দেবাশিস দে প্রমূখ।

সকলকে পুষ্পস্তবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।স্বামী বিবেকানন্দের জন্মদিনে তাকে স্মরণ করে বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুপর্ণা বিশ্বাসের কন্ঠে দেশাত্মবোধক সঙ্গীতের মধ্য দিয়ে ডেটারেন্স র্যালি কার্যক্রমের সূচনা হয়।

স্বাগত ভাষণ দেন অ্যাসোসিয়েশনের সভাপতি মনোরঞ্জন মন্ডল। জেলা আইনি সহায়তা কমিটির প্রতিনিধি পিএলভি লক্ষী ধর প্রাক্তন সৈনিকদের প্রয়োজনে বিনা ব্যয়ে আইনি সহায়তা পাওয়ার ব্যবস্থা রয়েছে বলে জানান।

সংগঠনের জেলা সম্পাদক অমিতবাবু অবসরপ্রাপ্ত প্রয়াত সৈনিকদের পরিবারের মানুষজনের বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা রয়েছে বলে জানান। উপস্থিত প্রাক্তন সৈনিকদের পরিবারের সদস্যগণকে বীর মাতা ও বীর নারীর সম্মানে ভূষিত করা হয়।

আর্মি অফিসারগণ বীর মাতা ও বীর নারীগণের হাতে উপহার তুলে দিয়ে শ্রদ্ধা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। মেগাসিটির চিকিৎসকগণ তাঁদের স্বাস্থ্য কেন্দ্রে প্রাক্তন সৈনিকদের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে বলে জানান।

এদিন আর্মি ডক্টরগণ প্রাক্তন সৈনিকদের ও তাদের পরিবারের সদস্যগণের চিকিৎসা করেন। স্টোর রুম থেকে ন্যায্য মূল্যে নানা সামগ্রী ক্রয়ের ব্যবস্থা ছিল। অন্যতম সংগঠক প্রাক্তন সৈনিক কালিদাস বণিকের সূচারু সঞ্চালনায় এদিনের সমগ্র কর্মসূচী সার্থক হয়ে ওঠে।










