গাইঘাটার মন্ডলপাড়া হাই স্কুলের বার্ষিক উৎসবের নানা অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : গত ৭ জানুয়ারি সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে গাইঘাটার মন্ডলপাড়া হাইস্কুলে মহা সমারোহে শুরু হয় নানা অনুষ্ঠান। উদ্বোধনে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন মহাকুমার অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক নারায়ন কবিরাজ, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাকচি,

শিক্ষা কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ, কর্মাধ্যক্ষ অঞ্জনা বৈদ্য, চাঁদপাড়া পঞ্চায়েত প্রধান দীপক দাস, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যা স্বপ্না দাস প্রমুখ।৯ জানুয়ারি বার্ষিক অনুষ্ঠানের উপলক্ষে বিদ্যালয়ের ‘দেওয়াল পত্রিকা বাণী’ সংখ্যার উদ্বোধন করা হয়। মধ্যাহ্নে বিদ্যালয়ের শিক্ষার্থীগণ সংগীত, নৃত্য, আবৃত্তি, কুইজ, বিতর্ক, তাৎক্ষণিক বক্তৃতা, শ্রুতি নাটক, মঞ্চনাটক,

জিমন্যাস্টিক ইত্যাদি প্রতিযোগিতা অংশ নেয়। ১০ জানুয়ারি সূচনায় পড়ুয়াদের সমবেত কন্ঠের উদ্বোধনী সংগীত, অতিথি বরণ এবং অভিভাষণ শেষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পরিবেশিত হয় নাটক ‘কাবুলিওয়ালা’।

১১ জানুয়ারি অতিথিবরণ শেষে বিদ্যালয়ের নব স্থাপিত গ্রন্থাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহাকুমার এডিআই নারায়ন কবিরাজ। এদিন শ্রী কবিরাজ শিক্ষার্থীদের ডিজিটাল অ্যাটেনডেন্স এর উদ্বোধন করেন।

উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রশান্ত আঢ্য, তারাপদ বিশ্বাস, বরুন সিংহ রায়, মধুসূদন সিংহ, এছাড়াও ছিলেন বাগদার বাজিতপুর হাই স্কুলের প্রধান শিক্ষক দিলীপ সরকার প্রমূখ। শিক্ষক, অভিভাবক, প্রাক্তন ছাত্র, স্থানীয় মতুয়া সংগঠন সহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে গ্রন্থাগারের জন্য বই দান করা হয়।

এদিন বিদ্যালয়ের নবাগতা দুই শিক্ষিকা দেবযানী ও দীপান্বিতা ম্যাডামের উদ্যোগে আয়োজিত পড়ুয়াদের খাদ্য ও শিল্প মেলা সকলে ঘুরে দেখেন এবং ভূয়সী প্রশংসা করেন। পরিশেষে বিদ্যালয়ের প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব বেশ জমজমাট হয়ে ওঠে।










