মুর্শিদাবাদে সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে বারাসাত প্রেসক্লাবের নীরব মিছিল

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : ২১ জানুয়ারী: মুর্শিদাবাদের বেলডাঙায় কর্তব্যরত সাংবাদিকদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে আজ ২১ জানুয়ারী রাজপথে নামল বারাসাত প্রেসক্লাব।

প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এই ধিক্কার ও মৌন মিছিল বারাসাত শহরের দীর্ঘ রাজপথ পরিক্রমা করে। মিছিলে সাংবাদিকদের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।

প্রতিবাদী মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন বারাসাত প্রেস ক্লাবের সভাপতি ধৃতরাষ্ট্র দত্ত, মুখ্য উপদেষ্টা সৈয়দ জাহাঙ্গীর হাবিব, সহ-সভাপতি মাবজুল চৌধুরী, সম্পাদক প্রদীপ্ত ভট্টাচার্য, কোষাধ্যক্ষ নীতিবিকাশ ঘোষ, কো-অডিনেটর অনন্ত চক্রবর্তী, সুজিত চক্রবর্তী-সহ অন্যান্যরা।

উপস্থিত সকলে মুর্শিদাবাদের বেলডাঙায় উন্মত্ত জনতার হাতে আক্রান্ত সাংবাদিক সোমা মাইতি, পার্থপ্রতিম দে ও চিত্র সাংবাদিক রঞ্জিত মাহাতোর দ্রুত আরোগ্য কামনা করেন। উল্লেখ্য, সম্প্রতি বেলডাঙায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের উপর সংঘবদ্ধভাবে হামলা চালায় দুষ্কৃতীরা।

মারধরের পাশাপাশি মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির ঘটনাও সামনে আসে— যা সর্বত্র তীব্র নিন্দার ঝড় তোলে। এদিন বারাসাত প্রেসক্লাবের পক্ষ থেকে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানানো হয়।

সভাপতি ধৃতরাষ্ট্র দত্ত সকল নাগরিককে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান। সম্পাদক ও সহ-সভাপতি ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার উপর জোর দেন।

কনভেনর অনন্ত চক্রবর্তী বলেন, “গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আজ শঙ্কিত, তার নিরাপত্তা নিশ্চিত করা সকলের দায়িত্ব।” মিছিলে অংশগ্রহণকারী অন্যান্য বিশিষ্টজনরাও ঐদিন ঘটনাস্থলে পুলিশের নীরবতার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *