রক্তদান শিবির অনুষ্ঠিত হল বিজেপির বাগদা ১ নং মন্ডলের উদ্যোগে
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার তারক বিশ্বাস ও গৌরব কর্মকারের সাথে ক্যামেরায় ইউ সাহা : ভারতীয় জনতা পার্টির বনগাঁ সাংগঠনিক জেলার অন্তর্ভুক্ত বাগদা ১ নং মন্ডলের উদ্যোগে বাগদা মিলন সংঘ মাঠের টিনসেডে অনুষ্ঠিত হল এক রক্তদান শিবির।
জানা গেছে, উক্ত রক্তদান শিবিরে ২৯ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এই মহতী অনুষ্ঠানে ভারতীয় জনতা পার্টির বিশিষ্ট নেত্রবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, এমপি তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, জেলা সহ সভাপতি দেবদাস মন্ডল, জেলা নেতৃত্ব প্রদীপ ব্যানার্জি, দিব্যেন্দু হালদার,
স্থানীয় নেতৃত্ব বাগদা ১ নং মন্ডলের সভাপতি সুজয় বিশ্বাস, রণঘাট গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলীয় নেত্রী রিম্পা ঘোষ, বিজেপির স্থানীয় নেতৃত্ব সুব্রত ঘোষ, শীতল হালদার, গনেষ বিশ্বাস, প্রদিপ সাহা প্রমূখ।