সার্ব্বজনীন শ্রীশ্রী শ্যামা পূজার উদ্বোধনী অনুষ্ঠান হল বাগদা পল্লী উন্নয়ন তরুন সংঘের মাঠে
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : মঙ্গল দীপ প্রজ্বলন ও মন্ডবের দ্বারের ফিতে কেটে আজ বাগদা পল্লী উন্নয়ন তরুন সংঘের ৮ম বর্ষীয় সার্ব্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজার উদ্বোধন করলেন বাগদার বিধায়ক তথা তৃনমুল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিত দাস।
উদ্বোধন কালে বিশ্বজিত বাবুর সাথে ছিলেন, জেলা অধ্যক্ষ্য শ্যামল রায়, জেলা যুব নেতা নিরুপম রায়, বাগদার বিডিও সৌমেন্দু গাঙ্গুলী, ওসি উৎপল সাহা সহ অসংখ্য জেলা নেতৃত্ব, অঞ্চল প্রধানগন ও স্থানীয় নেত্রবৃন্দগন। উক্ত অনুষ্ঠান থেকে গরীব বৃদ্ধদের সম্বর্ধনা সহ ধূতি গেঞ্জি, মিষ্টি, ফুলের তোড়া প্রদান করা হয়। সম্বর্ধিত করা হয় এলাকার বিশিষ্ঠ বয়স্ক গুনিজনদেরকেও।