বাগদার সীমান্তে পাচারে বাধা ৬৮নং ব্যাটলিয়নের বিএসএফকে দাঁ দিয়ে কুপিয়ে পালালো চোরাচালানী
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদা ব্লকের হরিহরপুরে বাংলাদেশ সীমান্তে পাচার কাজে বাধা পাওয়ায় ৬৮নং ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান জন নেংরি রাতে হরিহরপুর ব্রিজের কাছে সীমান্তে কর্তব্য পালন কালে দুস্কৃতি চোরাচালানী দাঁ দিয়ে কুপিয়ে পালিয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের অনুমান পাচারে বাধাপ্রাপ্ত হওয়ায় ক্ষোভের বসে বাংলাদেশী দুস্কৃতিকারীরা উক্ত বিএসএফ জওয়ানকে দাঁ দিয়ে কুপিয়ে আহত করে বাংলাদেশ ভুখন্ডেই পালিয়ে যায় বলে সীমান্তবাসীর অনুমান। এ ব্যাপারে বিএসএফের কোন প্রতিক্রিয়া পাওয়া না গেলেও উক্ত বিএসএফ জওয়ানকে উন্নত চিকিৎসার জন্য কলকাতা নেওয়া হয়েছে বলে অসমর্থিত সুত্রে জানা গেছে।