সমাপ্ত হলো ইনফরমাল হেলথ কেয়ার প্রভাইডার দের ৫ মাসের প্রশিক্ষণ কর্মশালা।
অশোক নগর থেকে পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার বনমালী মণ্ডল : পশ্চিমবঙ্গ সরকারের সাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বারাসত সাস্থ্য অধিকর্তা সিএমওএইস ও বিএমওএইস সাহেবের সহযোগিতায় আয়োজিত ‘ইনফরমাল হেলথ কেয়ার’ প্রভাইডারদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শেষ হলো গত ১২ই নভেম্বর। উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয় অশোক নগর ষ্টেস্ট্ জেনারেল হাসপাতালের নার্সিং ট্রেনিং কলেজে। এই প্রশিক্ষণে অংশ গ্ৰহন করে ছিলেন বাগদা ব্লকের বিভিন্ন অঞ্চলের প্রায় ৫০ জন পল্লী চিকিৎসক।
এই প্রশিক্ষণের উদ্দ্যেশ্য হলো রোগীদের সঠিক চিকিৎসা প্রদান করা। তাই বিজ্ঞান সম্মত ভাবে এদেরকে প্রশিক্ষণ দিয়ে চিকিৎসার কাজে লাগানো। গত ১২ই নভেম্বর দীর্ঘ ৫ মাস ধরে চলা প্রশিক্ষণ কর্মশালা শেষে উক্ত ট্রেনারগন অশোক নগর হাসপাতালের নার্সিং কলেজে এক সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সেখানে উপস্থিত ছিলেন উক্ত কলেজের প্রিন্সিপাল
পি এন ও সীমা দেবনাথ, সিনিয়র সিস্টার শ্রীমতী সোনালী মুখার্জী, লিপি চৌধুরী, দিপালী মহাপাত্র সহ সিস্টার টিউটর সোমা দাস, কাবেরী বিশ্বাস, মৃদুলা দে, সেলুজ চ্যাটার্জী, মিতা মণ্ডল, শুভ্রা চ্যাটার্জী, বিথীকা চক্রবর্তী, লীলাবতী ঘোষ, রাজলক্ষ্মী দাস, শচিদেবী হালদার, পম্পা চ্যাটার্জি প্রমূখ।
এনাদেরকে পুস্প স্তবক ও স্মারকলিপি দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সীমা দেবনাথ , বনমালী মণ্ডল, নিতাই সৈয়াল, সত্যনারায়ন বাবু, দিলীপ দাস, তিমির রায় প্রমূখ পল্লী চিকিৎসক গন। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন চিকিৎসক অসিত রায়।