রাজনৈতিক দলের খবর।

মতুয়াগড় ঠাকুরনগরে বিজেপির সভাকে কেন্দ্র করে বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : সিএএ কে কেন্দ্র করে বিজেপির প্রকাশ্য সভায় দলীয় গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এল মতুয়াগড় ঠাকুরনগরে। বিজেপির সভা অথচ সেখানে দেখা গেল না বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার ও বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি রামপদ দাসের।

অপর দিকে সরারসি নাম না করে মন্ত্রী শান্তনু ঠাকুরকে তথা ঠাকুরনগরের মাটিতেই যে সিএএ আন্দোলনের উৎপত্তিস্থল ঠাকুরনগরেরই এক অরাজনৈতিক সভা থেকে তা আকার ইঙ্গিতে বুঝিয়ে দিলেন বিরোধী গোষ্ঠীর লোক বলে পরিচিত বিধায়ক স্বপন মজুমদার। তিনি আরও বলেন, নরেন্দ্র মোদি বসিরহাট এবং কৃষ্ণনগরের সভা থেকে ২০১৬ সালে আশ্বাস দিয়েছিলেন বাংলাদেশ থেকে আসার উদ্বাস্তুদের নাগরিকত্বের ব্যবস্থা করবেন তাঁর সরকার। আর শান্তনু ঠাকুর সিএএ নিয়ে আন্দোলন শুরু করছেন ২০১৮ সাল থেকে।

এ ব্যাপারে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের। তবে, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুরের বক্তব্য, মতুয়ারা এ সব কথায় কান নেবেন না। ”সৎ সাহস থাকলে আইন পরিবর্তন করে যাদের ভোটার কার্ড আছে সকলকে ভারত বর্ষের নাগরিক ঘোষণা করুক কেন্দ্রীয় সরকার। “শুধু ভোট এলেই এদের সিএএ -এর কথা মনে পড়ে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *