গ্রামের খবর

প্রাতঃভ্রমন কালে দুঃস্থ ও গরীব মানুষদের বাড়ি বাড়ি পৌঁছে শীতবস্ত্র বিলি করলেন মানবিক ডাঃ অলোক দাস

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে দীপ্যমান সাহা : দুঃস্থ ও গরীব অধ্যাষিত এলাকা দিয়ে প্রাতঃভ্রমন করা কালে কিছু বয়স্ক মানুষদের শীতের কষ্ট দেখে মন কেঁদে ওঠে এক তপসশিলি সম্প্রদায় ভূক্ত এক গরীব বাবা মায়ের ন্যায়-নীতি আর মায়া মমতার আদর্শে অতি কষ্টে গড়ে তোলা একজন গরীব দরদী মানবিক দন্ত চিকিৎসক অলোক দাস (ডেন্টাল সার্জেন)-এর।

প্রাতঃভ্রমন করা কলে মধুপুর, পাটকেলগাছা ও নওদাপাড়া গ্রামের কতজন মানুষের রয়েছে শীতবস্ত্রের সমস্যা ? তাদের বাড়ি বাড়ি ঘুরে প্রথমে প্রস্তুত করেন তালিকা। তারপর তালিকা অনুযায়ী শীতবস্ত্র ক্রয় করে প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে স্ব-স্নেহে শীতবস্ত্র গুলি বিলি করলেন মানবিক ডাঃ অলোক দাস।

একজন অরাজনৈতিক ব্যাক্তিত্বের এহেন কর্মে আপ্লুত এসব গ্রামের দুঃস্থ ও গরীব মানুষেরা। জানা গেছে, দুঃস্থ ও গরীব মানুষের কষ্টে এগিয়ে আসার ঘটনা উক্ত ডাক্তার বাবুর এটা প্রথম নয়। ইতিপুর্বেও এমন খবর অনেক বার শোনা গেছে। মানবিক ডাক্তার অলোক বাবুকে পারফেক্ট টাইম নিউজ পোর্টালের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয় ওঁনার রাজনীতিতে এসে জন সেবা করার ইচ্ছা আছে কি-না ?

তিনি জবাবে বলেন, বড় মন থাকলে রাজনীতিতে না এসেও তো বিভিন্ন ভাবে মানুষের সেবা করা যায়। সেটা তিনি করে যাচ্ছেন এবং ভবিষ্যতে করেও যাবেন। আজকের এই ডেন্টাল সার্জেন হয়ে ওঠার পিছনে অনেক কষ্টের গল্প আছে তাঁর। খুবই গরীব ঘরের ছেলে তিনি, খেয়ে না খেয়ে অভাবের সাথে সংগ্রাম করে আজ তিনি জয়ী হয়েছেন, পরাজিত হয়েছে দারিদ্রতা।

তাই নিজের সংসার চালিয়ে যে কটা টাকা বাঁচে তা ব্যায় করে চলেছেন, দুঃস্থ ও গরীব মানুষের সেবায়। ডাঃ অলোক দাস আরও বলেন, রাজনীতিতে আসার ইচ্ছা না থাকলেও না-ছোড় বান্দা তাঁর স্নেহধন্য ভক্তকুল। গ্রামের দুঃস্থ ও গরীব মানুষেরা চাই তিনি রাজনীতিতে এসে আরো ভাল করে জনসেবা করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *