আন্তর্জাতিকরাজ্য

সীমান্ত পথে সাইকেল র‍্যালি বিএসএফের

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে ওমর ফারুক ও ইয়াদ আলি : বাগদা, সমস্ত ভারতীয়দের মধ্যে দেশপ্রেম ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে আগরতলা থেকে শুরু করে বাংলাদেশ সীমান্ত ঘেষে কলকাতায় পৌঁছানোর পথে বিএসএফের এই সাইকেল র‍্যালিটি বাগদা ব্লকে কর্মরত ৬৮ ও ১০৭ নং ব্যাটলিয়নের আতিথেয়তা গ্রহন করে।

র‍্যালিটিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন শহর সহ সীমান্ত এলাকায় স্কুলের শিশু, এন.সি.সি স্বেচ্ছাসেবক ও যুবকদের সাথে মতবিনিময় করে। এই সাইকেল র‍্যালির লক্ষ্য হল যুবকদের বিএসএফ-এ যোগদানের জন্য আকৃষ্ট করা বা জাতীয় সংহতি সম্পর্কে সচেতন করা। বিএসএফ সুত্রে জানা গেছে, বিএসএফের সাইকেল র‍্যালিটি ১লা নভেম্বর ‘২২ আগরতলা থেকে শুরু করে ১১ই ডিসেম্বর কলকাতায় এসে শেষ হবে।

গত ৮ই ডিসেম্বর ২০২২ এ প্রায় ১৫২০ ঘন্টার সাইকেল র‍্যালিতে ডিসি অ্যাডঃ বীরবল সিং, ইনেসপেক্টর মহিত রফি সহ ১৯ জন সাইকেল আরোহী, ১৫ এডিএম, ৩টি অ্যাম্বুলেন্স পার্টি এবং ২টা ড্রোন সহ মোট ৩৯ জন বিএসএফের দল ৬৮ ব্যাটলিয়নের অধিন বিওপি ইছামতির এলাকায় প্রবেশ করে। সেখানে বিএসএফের হেড কোয়ার্টার কৃষ্ণনগরের ডিআইজি সঞ্জয় কুমারের নেতৃত্বে সাইকেল র‍্যালি টিমকে এবং অ্যাডএম পার্টিকে সাদরে স্বাগত জানান ৬৮ ব্যাটলিয়ন।

তিনি অভ্যর্থনাস্থলে পৌঁছে র‍্যালির দল ও স্থানীয় শিশুদের সাথেও মতবিনিময় করেন। প্রায় ১৫৩০ ঘন্টায় সাইকেল র‍্যালিটি বিওপি চৌটিয়ার উদ্দেশ্যে যাত্রা করে এবং ১৬০০ ঘন্টায় সেখানে পৌঁছায়। সেখান থেকে মশ্যমপুর হয়ে র‍্যালি টিমটি বিএসএফের ১০৭ ব্যাটলিয়নের অধিন বিওপি পদ্মপুকুর ও উত্তর বয়রার কুলোনন্দপুর বিওপিতে পৌছালে সেখানেও আনুষ্ঠানিক ভাবে সম্বর্ধিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *